ওয়েব ডেস্কঃ এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে সেরা খবর – মন্ত্রিত্ব থেকে সরানো হল পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) কে। শিল্প, পরিষদীয় ও তথ্য প্রযুক্তি মন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হল তাঁকে। সূত্রের খবর, আপাতত তাঁর দায়িত্বে থাকা তিনটি দপ্তরের দায়িত্ব সামলাবেন মুখ্যমন্ত্রী।
ই ডি (ED) র হাতে গত শনিবার গ্রেফতার হয়েছিলেন। গ্রেফতারের পর ৫ দিন কেটে গেলেও তাঁকে দলের মহাসচিবের পদ এবং মন্ত্রিত্ব থেকে না সরানোয় রাজ্য রাজনীতিতে বিতর্কের সুর ক্রমশ চড়া হচ্ছিল। আজ মন্ত্রীসভার বৈঠকে তাই গোটা রাজ্যের নজর ছিল। তাঁকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে কিনা তাই ছিল লাখ টাকার প্রশ্ন। অবশেষে সমস্ত জল্পনার অবসান হল।
গ্রেফতারির পর সাংবাদিক সম্মেলনে তৃনমূলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল আদালতে দোষী প্রমাণিত হলে শাস্তি পাবে। মুখ্যমন্ত্রীর গলাতেও প্রায় একই ধরনের ব্যক্তব্য উঠে আসে। তাই দলীয় পদ বা মন্ত্রিত্ব থেকে সরানোর তেমন কোনও ইঙ্গিত ছিল না।
তবে বুধবার আবারও ইডির তদন্তে অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে ২৭ কোটি ৯০ লক্ষ টাকা সহ বিপুল পরিমাণ সোনা উদ্ধার হওয়ায় পরিস্থিতি অনেকটাই বদলে যায়। উত্তাল হয় রাজ্য তথা দেশের বিরোধী রাজনীতি। আর আজ পার্থ চট্টোপাধ্যায় এর মন্ত্রিত্বে থাকা না থাকা নিয়ে সমস্ত জল্পনায় সিলমোহর পরল। সরিয়ে দেওয়া হল তিনটি দপ্তর থেকেই।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ