সুদীপ ঘোষঃ রাজ্যের পর্যটন মানচিত্রে স্থান পেতে চলেছে মালদার (Malda) হিজল বন (HijolForest)। বাংলার মালদা জেলার হাবিবপুর ব্লকের শ্রীরামপুর গ্রামে অবস্থিত ভারতের বৃহত্তম হিজল বন টি। এবার সেই হিজল বনেই গড়ে উঠতে চলেছে পর্যটন (Tourism) শিল্প।
মালদার ভারত- বাংলাদেশ সীমান্তে শিঙ্গাবাদ ও তিলাসন গ্রামের প্রায় ২৫০ হেক্টর অঞ্চল জুড়ে আছে ছোট ছোট হিজল গাছের বন ও তার মাঝে বিরাট জলের বিল। গ্রাম্য প্রকৃতির মাঝে এই বিশাল জল ও সবুজের ক্ষেত্রে শীতকালে দেখা মেলে হাজার হাজার পরিযায়ী পাখির আনাগোনা।
এমনিতেই এই হিজলবন স্থানীয় মানুষের কাছে জনপ্রিয় পিকনিক স্পট। বন্য জন্তুর না থাকলেও এই বিরল বৃক্ষের বনে রয়েছে রাজ্য সরকারের বনদপ্তরের বিট অফিস ও বনরক্ষা বাহিনী। আর রাজ্য সরকারের উদ্যোগে ঐ বনদপ্তরের পাশেই গড়ে উঠতে চলেছে রাত্রি যাপনের আবাসন, রেস্টুরেন্ট, ওয়াচ টাওয়ার, পার্ক ও জলাশয়ে বোটিং পরিষেবা।
সবুজ প্রেমী আবাল- বৃদ্ধ থেকে তরুণ প্রেমিক- প্রেমিকা সবার কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠতে চলেছে হিজল গাছের জঙ্গল। এই পর্যটন ব্যবস্থা গড়ে উঠলে ঐ অঞ্চলের মানুষের অর্থনৈতিক অবস্থাও পরিবর্তন হতে পারে। দীর্ঘ দিনের অবহেলিত, দেশের বৃহত্তম বিরল হিজল ফরেস্টে এবার পর্যটন শিল্প গড়ে ওঠায় খুশির হাওয়া অঞ্চলের মানুষের মধ্যে।
(Malda’s HijolForest takes place on the Tourism map. It is the largest hijol forest in India)