সুদীপ ঘোষঃ ইতিহাস গড়ে বিশ্বকে আবার চমকে দিলেন নিরাজ চোপড়া (Neeraj Chopra)। টোকিও অলিম্পিকে সোনা জয়ী অ্যাথলিট এবার দেশের হয়ে রূপো জিতলেন। একটুর জন্য সোনার পদক লক্ষ্যভষ্ঠ হল নিরাজের জ্যাভলিন ।
আমেরিকার ইউজিনে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলিটিক চ্যাম্পিয়নশিপে (WorldAthleticsChampionships2022) পুরুষদের জ্যাভলিন থ্রো প্রতিযোগিতায় রুপোর পদক জিতেন হরিয়ানার গোল্ডেন বয়। ফাইনালের চতুর্থ সুযোগে ৮৮.১৩মিটার দূরত্বে জ্যাভলিন আটকে দেন নিরাজ । সামান্যের জন্য হাত ছাড়া হয় সোনা। মাত্র দু মিটার বেশি ছুঁড়ে প্রথম হিসাবে সোনা জয় করেন গ্রানাডার অ্যান্ডারসন পিটার্স।
প্রায় ১৯বছরের খরা কাটালেন নিরাজ। ২০০৩ সালে লংজাম্পে অঞ্জু ববি জর্জের ব্রোঞ্জের পর ট্রাক এন্ড ফিল্ডে আবার পদক জিতল ভারত। এটাই দেশের প্রথম সিলভার মেডেল। তার পদক জয়ের খবরের পরই তার হরিয়ানার পানিপথে তার বাড়িতে উৎসব শুরু হয়।
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাটার সহ দেশের একাধিক প্রশাসনিক প্রধানরা একের পর এক শুভেচ্ছা জানাতে শুরু করেন। দেশের হয়ে সোনা জয়ের খবর সোশ্যাল মিডিয়া জুড়ে শুভেচ্ছা ও অভিনন্দনের বার্তার ঝড় শুরু হয়েছে।
(Neeraj Chopra won silver at World Athletics Championships 2022)