ওয়েব ডেস্কঃ দুদিন জলোচ্ছ্বাসের জেরে জল ঢুকেছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 parganas) লোকালয়ে । একে প্রতিনিয়ত বৃষ্টি (Heavy Rain) তাঁর সঙ্গে জোয়ার (Spring Tide) প্রভাবে একাধিক নদী ও সমুদ্র বাঁধ উপচে ক্ষতিগ্রস্ত হয়েছেন সুন্দরবন (Sundarbans) এলাকার মানুষজন।
ভেঙে পড়া বাঁধ গুলি দিয়েই সমুদ্রের নোনা জল ঢুকছে লোকালয়ে। আশ্রয়হীন হয়ে পড়েছে শতাধিক মানুষ সহ গবাদি পশু গুলো। জলে ভেসে গেছে বাড়িতে মজুত খাদ্য সহ নিত্য প্রয়োজনীয়ও সামগ্রী। বন্ধ দোকান-পাট।
ক্ষতিগ্রস্থ গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরের (Gangasagar Kapilmuni Temple) সমুদ্রতট। পাশাপাশি অঞ্চলের কাঁচা বাড়ি গুলি জলমগ্ন হয়ে পড়ায় বাসিন্দা দের স্থান দেওয়া হয়েছে স্থানীয় স্কুলে। পূর্ণিমার কোটালের জেরে আজ ও জলস্তর বাড়ার আশঙ্কা রয়েছে।