সুদীপ ঘোষঃ আগামী ১২ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) হাতে উদ্বোধন হতে চলেছে ঝাড়খণ্ডের আরও একটি বিমানবন্দরের (Airport)। ধর্ম, ইতিহাস ও প্রকৃতির মেলবন্ধনের ছোট দেওঘর (Deoghar) শহরে উদ্বোধন হবে নতুন বিমানবন্দরের।
২০১৮ সালে প্রধানমন্ত্রী নিজের হাতে এই বিমানবন্দরের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন। তারপরই শুরু হয় তৎপরতার সাথে কাজ। ঝাড়খণ্ড সরকারের (Jharkhand) সহায়তায় ও কেন্দ্রের অসামরিক বিমান পরিবহন দপ্তরের উদ্যোগে প্রায় ৬৫৪ একর জমির উপর গড়ে উঠেছে এই এয়ারপোর্ট। এই বিমানবন্দর তৈরিতে খরচ হয়েছে প্রায় ৪০০ কোটি টাকা।
প্রতিবছর ৫ লাখ যাত্রী পরিবহনের সুবিধা থাকছে এই বিমানবন্দরে। দেওঘর ঐতিহাসিক সাঁওতাল পরগনার প্রবেশ পথ। সেখানে বিমানবন্দর হওয়ার সুবাদে শুধু ঝাড়খণ্ড নয়, সঙ্গে পশ্চিমবঙ্গ ও বিহারেরও (WestBengal-Bihar) যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। এই বিমানবন্দর হওয়ার ফলে নতুন করে দেশের পর্যটন মানচিত্রে নিজের ছাপ বাড়াতে চলেছে দেওঘর। এই এয়ারপোর্ট উদ্বোধনের খবর দেওঘর জুড়ে এখন খুশির হাওয়া।