সন্তু সামন্তঃ দেশের মোট ৭৫৬ টি রেলস্টেশন এবার আসতে চলেছে CCTV’র আওতায়। রেল মন্ত্রকের অধীনস্থ সংস্থা রেলটেল এর পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি করে এমনটাই জানানো হয়েছে।
নির্ভয়া ফান্ড থেকে এই কাজের অর্থ বরাদ্দ করা হয়েছে। সূত্রের খবর, প্রথম ধাপে ৭৫৬ টি স্টেশনকে CCTV’র আওতায় আনা হবে ২০২৩ এর জানুয়ারি মাসের মধ্যে। স্টেশনগুলিতে নিরাপত্তা মজবুত করতে দ্বিতীয় ধাপে বাকি থাকা অন্যান্য স্টেশনগুলিকেও CCTV’র আওতায় আনা হবে – এমনটাই রেল মন্ত্রক থেকে জানা গেছে।
আরও পড়ুনঃ
- হাইকোর্টের ডেটা এন্ট্রি অপারেটর এর রেজাল্ট প্রকাশিত হল
- TIFR এ কর্মী নিয়োগ
- চাকরির বিজ্ঞপ্তি ও কবে পরীক্ষা নেবে SSC- জেনে নিন আজই
- সরকারি স্কুলে ১২৭৩ জন শিক্ষক নিয়োগ
- CDAC তে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
ওয়েটিং হল, রিজার্ভেশন কাউন্টার, পার্কিং এরিয়া, স্টেশনে ঢোকা ও বেরোনোর পথ, প্ল্যাটফর্ম, ফুট ওভার ব্রিজ ও বুকিং অফিস সহ বিভিন্ন জায়গায় এই CCTV বসবে।
জানা গেছে এই CCTV’র ভিডিও ফিড স্থানীয় আর পি এফ পোস্ট ছাড়াও রেলের ডিভিশনাল ও জোনাল কন্ট্রোল রুমেও দেখা যাবে। এমনকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে পুলিশের খাতায় নাম থাকা ক্রিমিনাল রা স্টেশন এ ঢুকলেই ফেস রেকগনিশান সিস্টেম অ্যালার্ট দিয়ে দিবে কন্ট্রোল রুমে। প্রতিটা প্ল্যাটফর্মে ২ টো করে প্যানিক বাটন থাকছে। কোনও যাত্রী সমস্যায় বা বিপদে পরলে এই প্যানিক বাটনের সাহায্যে রেলকর্মীদের তিনি তা জানাতে পারবেন। এমনকি CCTV ক্যামেরাতেও তা ধরা পরবে।
দেখুন অফিসিয়াল বিজ্ঞপ্তি – Read Now