সন্তু সামন্তঃ তাহলে কি দুয়ারে কড়া নাড়ছে চতুর্থ ঢেউ ? কারণ সরকারের দেওয়া আজকের তথ্য বলছে সারা দেশ জুড়ে করোনা সংক্রমণ এবার ১ লক্ষের গণ্ডি অতিক্রম করল।
আরও পড়ুনঃ
- রেল এ গ্রুপ ডি পোস্টে ১ কোটি পরীক্ষার্থীর পরীক্ষা শুরু হবে ১৭ আগস্ট
- ভারতীয় রেলের ICF এ বিভিন্ন ট্রেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ
- আজ রাজ্যের সমস্ত স্কুলের পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত রাজ্যের
- একাধিক সংস্থায় চাকরির খবর
- DRDO তে শতাধিক শূন্যপদে কর্মী নিয়োগ
একনজরে দেখে নেওয়া যাক দেশ ও রাজ্যের কি পরিস্থিতি
ভারত (৩০ জুনের তথ্য) – করোনা সংক্রমণ – ১,০৪,৫৫৫। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৮,৮১৯ জন। সুস্থতার হার ৯৮,৫৫%।
পশ্চিমবঙ্গ (২৯ জুনের তথ্য) – নতুন পজিটিভ কেস – ১৪২৪ জন। মারা গিয়েছেন ২ জন। মোট অ্যাক্টিভ কেস ৫৮৮৫।
তথ্য বলছে করোনার দৈনিক সংক্রমণ কিন্তু বেড়েই চলেছে। স্বাভাবিকভাবেই চিন্তায় কেন্দ্র ও রাজ্য প্রশাসন। করোনা সংক্রমণে রাশ টানতে বিমানযাত্রীদের ওপর কিছু নির্দেশিকা জারির পরামর্শ দিয়েছে কেন্দ্র। আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের RT-PCR স্ক্রিনিং এর পাশাপাশি সংক্রমণ যাতে দ্রুত শনাক্ত করা যায় সেদিকে নজর দিতে বলা হয়েছে রাজ্যগুলিকে ।
তবে কেন্দ্র বা রাজ্যের নির্দেশিকার পাশাপাশি সাধারণ নাগরিকদেরও এবার সচেতন হওয়ার দরকার। মাস্ক ও স্যানিটাইজারের ব্যবহার, উপসর্গ দেখা দিলে ডাক্তারের পরামর্শ নেওয়ার মত সাধারণ বিধি মেনে চললে কোভিড সংক্রমণের গ্রাফ এ অনেকটাই রাশ টানা যাবে – এমনটাই জানাচ্ছেন চিকিৎসকেরা ।