ওয়েব ডেস্কঃ আট বছর আগে অর্থাৎ ২০১৪ সালে ভারতকে পোলিয়োমুক্ত দেশ হিসেবে ঘোষণা করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। ২০১১ সালে হাওড়ার এক শিশু আক্রান্ত হয় পোলিও তে যেটা ছিল ভারতে পোলিওর শেষ ঘটনা। আবারও মে মাসে সেই পোলিওর সন্ধান মিলল ভারতে।
আরও পড়ুনঃ
- প্রকাশিত হল পাবলিক সার্ভিস কমিশনের ফলাফল
- অগ্নিপথ স্কিমে কয়েক হাজার সেনা কর্মী নিয়োগ
- চাকরি খুঁজছেন? এখনই আবেদন করুন
- নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ
- BSF এ সাব ইন্সপেক্টর ও কনস্টেবল নিয়োগ
প্রায় ১১ বছর পর খাস কলকাতার মেটিয়া বুরুজের এক নর্দমায় পাওয়া গেল পলিওর VDPV, TYPE-1 জীবাণু। ধারনা করা হচ্ছে কোন পোলিও আক্রান্ত বা লাইভ পোলিও নেওয়া কোন শিশুর মল থেকে এই জীবাণু জলে মিশেছে। এক্ষেত্রে অন্য শিশু দের মধ্যে সংক্রমণের ভয় ও থেকেই যাচ্ছে।
আরও পড়ুনঃ কাঁচা বাদাম গানে Jugnu kids
ইতিমধ্যে স্বাস্থ্য কর্মীরা এলাকায় আক্রান্ত শিশুর খোঁজ চালাচ্ছেন, যদিও একাজ সহজ ন্য বলেই মানছেন তাঁরা। ঘটনার পরিপ্রেক্ষিতে ২৬ মে ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্বাঞ্চলীয় প্রতিনিধিদের নিয়ে স্বাস্থ্যভবনে জরুরি বৈঠক ডাকা হয়েছিল। সেখানে মেটিয়াবুরুজ এলাকায় বিশেষ ‘সার্ভেল্যান্স’ চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। অর্থাৎ ওই অঞ্চলে রুটিন টিকাকরণে আরও জোর দেওয়া হবে । খোলা জায়গায় শৌচকর্ম আটকানো, বাড়ি-বাড়ি গিয়ে কোথাও ‘ইমিউনো ডেফিসিট চাইল্ড’ বা জন্মগত ভাবে রুগ্ন শিশু আছে কি না দেখা ইত্যাদির কর্মসুচি গ্রহন করা হয়।