বরুণ মুখোপাধ্যায়ঃ সোমবার এক ট্যুইট বার্তায় বিসিসিআই-এর বোর্ড সচিব জয় শাহ জানান যে, পুরুষ ও মহিলা উভয় ক্রিকেটার ও আম্পায়ারদের মাসিক পেনশন বাড়িয়ে প্রায় দ্বিগুণ করা হচ্ছে। এর ফলে প্রায় ৯০০ জন উপকৃত হবেন। যাদের মধ্যে প্রায় ৭৫ শতাংশের পেনশন বেড়ে দ্বিগুণ হবে।
এই খবরে স্বাভাবিকভাবেই খুশি প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে বর্তমান ক্রিকেটাররাও। গৌতম গম্ভীর, ভিভিএস লক্ষ্মণ, মহঃ কাইফ, অমিত মিশ্রের মতো প্রাক্তন ক্রিকেটাররা ট্যুইটারে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
আরও পড়ুনঃ
- এবার দশ লক্ষ শূন্যপদে কর্মী নিয়োগ হবে – ঘোষণা প্রধানমন্ত্রীর
- একাধিক বেসরকারি সংস্থায় কর্মী নিয়োগ
- ন্যাশানাল কেরিয়ার সার্ভিসে ইয়ং প্রফেশনাল নিয়োগ
- ক্লার্কশিপে ৩০৪ জন এর তালিকা প্রকাশ করল পি এস সি
- আপাতত পরীক্ষা স্থগিত রাখল কমিশন
বিসিসিআই-এর বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ট্যুইটারে লিখেছেন, আমাদের প্রাক্তন ক্রিকেটারদের আর্থিক দিকটিও গুরুত্ব সহকারে দেখাশোনা করা হয়। খেলোয়াড়রা হলেন খেলার সম্পদ তাই তাদের খেলার দিন শেষ হয়ে গেলে তাদের পাশে থাকা আমাদের কর্তব্য। আম্পায়াররা হিরো এবং বিসিসিআই তাদের অবদানকে সত্যিই মূল্য দেয়।
নীচে প্রাক্তন ক্রিকেটারদের বর্তমান পেনশন ও বর্ধিত পেনশনের পরিমাণ তুলে ধরা হল
Attachments area