সুদীপ ঘোষ: দীর্ঘ বিচ্ছেদের পর বেড়িয়ে আসে মানুষের স্বতঃস্ফূর্ত আবেগ। কিন্তু আবেগ কি শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ? তা নয়, আবেগ, ভালোবাসা, যন্ত্রণা ও দুঃখ সব জীব জন্তুদেরই থাকে। এমনই এক আবেগের প্রকাশ দেখা গেল দুই শিম্পাঞ্জি ভাইয়ের মধ্যে। নেট দুনিয়ায় ভাইরাল সেই ভিডিও।
আরও পড়ুনঃ
- যোগ্যতা থাকলেই চাকরির সুযোগ
- গ্রামীণ ব্যাঙ্কের বিভিন্ন শাখায় ১০৬৭৬ অ্যাসিস্ট্যান্ট ও অফিসার নিয়োগ
- মোট ১৬৯৬ জনের নাম ও রোল নম্বর প্রকাশ করল পি এস সি
- ৫ টি বেসরকারি সংস্থায় চাকরির সুযোগ
- বি.এড কোর্সে ভর্তি নিচ্ছে নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়
ভিডিওতে দেখা যাচ্ছে, দীর্ঘ বিচ্ছেদ থেকে মুক্তি পেতেই শিম্পাঞ্জি ভ্রাতৃদ্বয় একে অপরকে জড়িয়ে ধরছে, চলছে সোহাগের আলিঙ্গন, স্নেহভরা চুম্বন ও ভালোবাসার আদর। এই দুই জন্তুর ভালোবাসার প্রকাশ দেখে হৃদয় গলে গেছে হাজার হাজার নেটিজনের। জানা গেছে, এই দুই শিম্পাঞ্জি একই পরিবারের সদস্য। কিন্তু চিকিৎসার জন্য দুইজনকে ভিন্ন দুই স্থানে আলাদা রাখা হয়েছিল। আরোগ্য লাভের পরই আবার এক সাথে পুরনো স্থানে ফিরিয়ে দেওয়া হয়। বিচ্ছেদের পর তাদের আকস্মিক মিলনে এই আবেগের বহিঃপ্রকাশ দেখা যায়। জন্তুদের মধ্যেও এই ব্যতিক্রমী আবেগের ভিডিও ছড়িয়ে পড়েছে দেশ- বিদেশের সোশ্যাল মিডিয়ায়।