বরুণ মুখোপাধ্যায়ঃ নরওয়েতে আয়োজিত দাবা প্রতিযোগিতায় পঞ্চম রাউন্ডে জয়লাভ করলেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ । আজ সোমবার বিশ্বের এক নম্বর দাবাড়ু নরওয়ের ম্যাগনাস কার্লসেনকে পরাজিত করে তিনি এই জয় ছিনিয়ে নেন।
প্রসঙ্গত, নরওয়ের দাবাড়ু ম্যাগনাস কার্লসেন হলেন ২০০৪ সালের গ্র্যান্ডমাস্টার। ৫২ বছর বয়সী বিশ্বনাথন আনন্দের এই বিজয় সংবাদে স্বভাবতই খুশি ভারতীয় ক্রীড়া মহল।
আরও পড়ুন-
- মাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মমুখী কোর্স করে প্লেসমেন্টের সুযোগ !
- ইলেভেনে ভর্তির ক্ষেত্রে বদলাচ্ছে নিয়ম
- মাধ্যমিক পাশদের এটাই চাকরি পাওয়ার সেরা সুযোগ
- কয়েক হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করছে সরকারি দপ্তর
- একসাথে ৫ টি সংস্থায় কাজের খবর
৪০টি চালের পরেও কোনও ফলাফল না হওয়ায় ম্যাচ যখন সাডেন ডেথ এর দিকে এগোয়, তখনই জয় নিশ্চিৎ করেন আনন্দ। এই রুদ্ধশ্বাস জয়ের পর পয়েন্ট তালিকায় সবার উপড়ে উঠে আসে তার নাম। এই ইভেন্টে প্রথম তিন রাউন্ডে অপরাজিত থাকলেও চতুর্থ রাউন্ডে ওয়েসলি সো এর বিরুদ্ধে হারতে হয় বিশ্বনাথন আনন্দকে। তবে পঞ্চম রাউন্ডে ফের ধাক্কা কাটিয়ে জয়ে ফেরেন পদ্মশ্রী, পদ্ম ভূষণ, পদ্ম বিভূষণে সম্মানিত এই দাবাড়ু।
এই প্রতিযোগীতায় এখনও চার রাউন্ডের খেলা বাকি আছে । ইতিমধ্যেই তিনি পরাজিত করেছেন ফ্রান্সের ম্যাক্সিম ভাচেয়র- লাগরেভ , বুলগেরিয়ার ভেসলিন টোপালোভ এবং চিন হাও ওয়াংকে।
source: ANI