সৌমি ঘোষঃ বীরুষ্কা কন্যা ভামিকার জন্ম ‘মা’ অনুষ্কাকে রূপোলী পর্দার আড়ালে রেখেছিল বেশ কিছু সময়। বছরের শুরুতেই ট্রিজার প্রকাশিত হলেও, অভিনয়ে দীর্ঘ বিরতি নিয়েছিলেন ভামিকার মা।
আরও পড়ুন –
- রামকৃষ্ণ মিশনে শিক্ষক ও শিক্ষাকর্মী পদে নিয়োগ
- ভারতীয় রেলে মোট ৯২৪৮ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ
- চাকরি খুঁজছেন? এখনই আবেদন করুন
- পোস্ট অফিসে চাকরি করতে গেলে আবেদন করুন ৫ দিনের মধ্যে
- ৫ টি কোম্পানিতে কর্মী নিয়োগ, এখনই আবেদন করুন
ছবির প্রস্তুতি পাঁচ বছর আগে শুরু হলেও করোনা অতিমরি ও তারপর ভামিকার জন্ম ইত্যাদি কারনে তা থমকে গেছিল। বিশেষ সূত্রে খবর, সমস্ত অপেক্ষা পেরিয়ে পুনরায় ময়দানে ফিরছেন পর্দার ঝুলন। ভারতীয় মহিলা দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীর বহু প্রতীক্ষিত বায়োপিক “চাকদহ এক্সপ্রেস”- এর শুটিং শুরু করলেন অনুস্কা শর্মা।
প্রসিত রায়ের “চাকদহ এক্সপ্রেস” সিনেমাটি ভারতীয় মহিলা দলের প্রাক্তন অধিনায়ক ও দুরন্ত পেসার ঝুলন গোস্বামীর জীবন কাহিনি দ্বারা অনুপ্রাণিত। মহিলা ক্রিকেট নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে পারে এই ছবি। আর ছবির মুখ্য ভূমিকায় যখন রয়েছেন ভারতীয় ক্রিকেট জগতের তারকা বিরাটের ঘরনী, তখন সিনেপ্রেমীদের আকাঙ্ক্ষার পারদ তো চড়বেই।
তবে ভারতীয় ক্রিকেট ইতিহাসে ঝুলন গোস্বামীর পরিচয় তৈরি করা সহজ ছিল না। টিজারের এক ঝলকেই তেমনই ইঙ্গিত পাওয়া গিয়েছিল। যখন মেয়েদের জন্য খেলার ময়দানে পা রাখাটাই ছিল বড়মাপের চ্যালেঞ্জ, তখন ভারতীয় মহিলা ক্রিকেটকে এগিয়ে নিয়ে গড়লেন একের পর এক অবিশ্বাস্য রেকর্ড। অদম্য গতিতে ক্রিকেট দুনিয়ার রাজনীতি পেরিয়ে বড়পর্দায় বঙ্গতনয়ার বিশ্ব জয়ের লড়াই দেখার জন্য উৎসুক দর্শকেরা।
ছবিটির শুটিং হবে ভারত ও ইংল্যান্ডে। রিপোর্ট অনুসারে, ভারতে শুটিং শেষ করে ইংল্যান্ডে উড়ে যাবেন অভিনেত্রী। অনুস্কা আগেই সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন, ঝুলনের মতো একজন মহিলা স্পোর্টস আইকনকে শ্রদ্ধা জানানোর সর্বাত্মক চেষ্টা করতে চান। তাই বাংলা তথা ভারতের গর্ব ঝুলন গোস্বামীর জীবন নির্ভর ” চাকদা এক্সপ্রেস” যে একটি মাইলস্টোন হয়ে উঠবে তা বলার অপেক্ষা রাখে না।