সুদীপ ঘোষ: অলচিকি লিপিতে দেশের সংবিধান অনুবাদ করেছেন পশ্চিমবঙ্গের পুরুলিয়ার অধ্যাপক শ্রীপতি টুডু। আর এবার সেই কাজের জন্যই তিনি পেলেন প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর প্রশংসা।
রবিবার “মন কি বাত”-এর বেতারবার্তা থেকে প্রধানমন্ত্রী শ্রীপতি বাবুর প্রশংসা করেন। শ্রীপতি বাবু পুরুলিয়ার সিধু- কানহু- বিরসা বিশ্ববিদ্যালয়ের সাঁওতালি বিভাগের অধ্যাপক। এদিন “মন কি বাত” অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। সেখানেই আঞ্চলিক ভাষার ও ভারতের বৈচিত্রের মধ্যে ঐক্যের গুরুত্বের কথা বলতে গিয়ে শ্রীপতি বাবুর কথা বলেন। আঞ্চলিক ভাষায় দেশের সংবিধান অনুবাদের জন্য প্রধানমন্ত্রী দেশের সামনে শ্রীপতি টুডুর কীর্তি তুলে ধরেন। পুরুলিয়া বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক দীর্ঘদিন ধরেই সাঁওতালি ভাষা, অলচিকি লিপি,সাহিত্য ও সংস্কৃতির উন্নতিতে কাজ করছেন।
আরও পড়ুন-
- WBCS এর অ্যাডমিট কার্ড দেওয়া হবে ৩১ তারিখ থেকে
- একসঙ্গে ৬ টি সংস্থার চাকরির খবর
- কয়েক হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করছে সরকারি দপ্তর
- এনটিপিসি দ্বিতীয় ধাপের পরীক্ষার সময় তালিকা প্রকাশ করলো রেল
- চাকরি খুঁজছেন? যোগ্যতা অনুযায়ী এখনই আবেদন করুন
সাঁওতালি সমাজের কাছে দেশের সংবিধানের অধিকার, কর্তব্য, গুরুত্ব ও নিয়মকানুন তুলে ধরার জনই তিনি অলচিকিতে অনুবাদ করেন । প্রধানমন্ত্রীর প্রশংসা পেয়ে তিনি অভিভূত। দেশের প্রশাসনিক প্রধানের এই প্রশংসা জাতীয় স্তরে তার কাজ এবং তার ভাষা ও লিপির স্বীকৃতি স্বরূপ। তার এই কাজ আগামী দিনে সাঁওতালি সমাজের পড়ুয়াদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ন হয়ে উঠবে। আর তার কাজের প্রশংসা ভারতের বিভিন্ন আদিবাসী ও প্রান্তিক ভাষায় কাজের ক্ষেত্রে অনুপ্রেরণা দেবে। তার এই কাজের সাফল্যে সাঁওতালি সমাজে এখন খুশির হাওয়া।