সুদীপ ঘোষ: আমূল পরিবর্তন হতে চলেছে ব্যান্ডেল জংশন স্টেশনে। পূর্ব রেলের হাওড়া শাখার এই ব্যস্ততম রেল স্টেশন আসতে চলেছে নতুন রূপে। পাল্টে যাচ্ছে এই স্টেশনের সমস্ত প্লাটফর্ম নম্বর। ব্যান্ডেল স্টেশন ম্যানেজারের তরফে এক নির্দেশিকায় জানানো হয়েছে এই পরিবর্তনের বিষয়টি।
আরও পড়ুন-
- কলকাতা পুলিশে মাধ্যমিক যোগ্যতায় কনস্টেবল নিয়োগ
- এবার সবার জন্য কাজের খোঁজ
- বর্ডার সিকিউরিটি ফোর্সে কর্মী নিয়োগ
- এবার বাড়িতেই কোর্স করে বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট
- একাধিক কোম্পানিতে কর্মী নিয়োগ, এখনই আবেদন করুন
নির্দেশিকা অনুযায়ী—বর্তমানের “১বি” প্লাটফর্ম- এর নতুন নাম হচ্ছে “প্লাটফর্ম- ১”। আর “১এ” প্লাটফর্মের নাম হবে “প্লাটফর্ম-২”। এখন যেটি “১ নং” প্লাটফর্ম সেটি হতে চলেছে “প্লাটফর্ম-৩”। এতদিন “২নং প্লাটফর্ম” নামে পরিচিত প্লাটফর্ম এবার থেকে “৪ নং প্লাটফর্ম”। “৩ নং প্লাটফর্ম” বদলে হতে চলেছে “৫ নং প্লাটফর্ম”। বর্তমানের “৫ নং প্লাটফর্ম- এর নতুন নাম – “প্লাটফর্ম-৬”। আর সব শেষে আগের “প্লাটফর্ম-৬” এবার থেকে “প্লাটফর্ম-৭” হিসাবে পরিচিত হবে। এই নির্দেশিকা কার্যকর হবে আগামী ৩১ শে মে তারিখ থেকে।
প্রসঙ্গত, উন্নত পরিষেবা প্রদানের উদ্দেশ্যে ব্যান্ডেল স্টেশনে দেশের অন্যতম বৃহত্তম বৈদ্যুতিক ইন্টারলকিং তৈরির কাজ চলছে। সেই কারণে আগেই ট্রেন পরিষেবা নিয়ন্ত্রণ করা হয়েছে। আবার তার সঙ্গে তৃতীয় লাইনের কাজের জন্য নতুন করে শুক্রবার বিকাল ৩টে থেকে আগামী ৩০ শে মে তারিখ সোমবার পর্যন্ত ব্যান্ডেল স্টেশন সম্পূর্ন ভাবে বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। একাধিক লোকাল ও এক্সপ্রেস বাতিল করা হয়েছে এবং কিছু দূরপাল্লার ট্রেন ঘুরপথে চালানো হবে। আগামী ৩১ শে মে থেকে ট্রেন পরিষেবা পুনরায় চালু করা হবে। সেই দিন থেকেই নতুন প্লাটফর্ম সজ্জাতে নবরূপে দেখা যাবে ব্যান্ডেল স্টেশানকে।