ওয়েব ডেস্কঃ কুকুরকে আমরা কম বেশি সবাই ভালবাসি। কিন্তু তাই বলে ভালোবাসার পর্যায় এতটাই যে নিজেকেই কুকুর হতে হবে !
হ্যাঁ, এমনই এক বিচিত্র ঘটনা ঘটেছে জাপানে।
জাপানের স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, এক ব্যক্তি (@toco_eevee’s) সবসময় স্বপ্ন দেখতেন কুকুর হবেন। যেমন ভাবা তেমন কাজ। চলুন জেনে নেওয়া যাক কিভাবে তিনি কুকুর হলেন ।
আরও পড়ুন –
- বর্ডার সিকিউরিটি ফোর্সে কর্মী নিয়োগ
- এবার বাড়িতেই কোর্স করে বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট
- একাধিক কোম্পানিতে কর্মী নিয়োগ, এখনই আবেদন করুন
তার আগে দেখে নিন তাঁর নিজের পোস্ট করা ভিডিও –
কুকুর হওয়ার শখ পূরণ করতে তিনি এক এজেন্সির ( Zeppet) সঙ্গে যোগাযোগ করলেন। এই এজেন্সি বিনোদন বা সিনেমার জন্য বিভিন্ন ধরনের মূর্তি তৈরি করে।
কুকুরের মত দেখতে কস্টিউম তৈরির অর্ডার দিলেন। যেন কোনোভাবেই বোঝা না যায় যে এটি বাস্তবে কুকুর নয়। সেই অনুযায়ী তৈরি হল কস্টিউম। খরচ ১২ লক্ষ টাকা । এই কস্টিউম তৈরি করতে প্রায় ৪০ দিন লেগেছে বলে এজেন্সি সূত্রে খবর।