ওয়েব ডেস্কঃ বিশ্বের প্রথম দেশ হিসেবে মাঙ্কিপক্সেও ২১ দিনের কোয়ারেন্টাইন ঘোষণা করল বেলজিয়াম।
আরও পড়ুন –
- কলকাতার বিচার ভবনে ক্লার্ক নিয়োগ
- ৫ টি বেসরকারি সংস্থায় বিভিন্ন পদে নিয়োগ
- জেলা আদালতে বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ
- একসাথে ১৪ টি সরকারি সংস্থায় বিভিন্ন পদে নিয়োগ
- স্বল্পমূল্যে সরকারি প্যরামেডিক্যাল কোর্স করার সুযোগ
গত সপ্তাহ থেকে মোট ৪ জন এর শরীরে মাঙ্কিপক্সের লক্ষণ ধরা পরায় এই সিদ্ধান্ত – এমনটাই সংবাদ সংস্থা সূত্রে খবর।
প্রসঙ্গত, মাঙ্কিপক্সে ত্বকের ওপর ফোঁড়ার মত ক্ষত, জ্বর, মাথা সহ গা হাত পা ব্যথা হয়। এখনও পর্যন্ত ১৪ টি দেশে এই রোগের লক্ষণ দেখা দিয়েছে। স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন বিশেষজ্ঞরা।
জেনে নিন মাঙ্কিপক্স সংক্রমণের লক্ষণ:
কাঁপুনি দিয়ে জ্বর,প্রবল মাথা যন্ত্রণা, গায়ে হাত পায়ের পেশিতে ব্যথার মতো কিছু সাধারণ উপসর্গ দেখা দেবে। তারপর আক্রান্তের শরীরে ছোট ছোট অসংখ্য ফোসকা তৈরি হবে এবং পরে তা ক্ষতচিহ্নের আকার নেবে। ক্রমশ সেই ক্ষত গভীর হয়ে সারা শরীরে ছড়িয়ে পড়বে।
ভারতে এখনও এই রোগের প্রভাব পড়েনি ঠিক কথা, তবে মাত্র কয়েকদিনের মধ্যে ১৪ টি দেশ এই মুহূর্তে আক্রান্ত হওয়ায় প্রমাদ গুনছেন না আক্রান্ত হওয়া বিশ্ববাসী।
তথ্যসূত্রঃ এ এন আই