বরুণ মুখোপাধ্যায়ঃ কিছুটা হলেও স্বস্তির খবর বই কী! আজ থেকে কমল পেট্রল ও ডিজ়েলের দাম। লিটার প্রতি পেট্রলের দাম ৯ টাকা ৫০ পয়সা কমে হল ১০৬.০৩ টাকা ও ডিজ়েলে লিটার প্রতি ৭ টাকা কমে নতুন দাম হল ৯২.৭৬ টাকা।
আরও পড়ুন –
- ৫ টি বেসরকারি সংস্থায় বিভিন্ন পদে নিয়োগ
- জেলা আদালতে বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ
- একসাথে ১৪ টি সরকারি সংস্থায় বিভিন্ন পদে নিয়োগ
- স্বল্পমূল্যে সরকারি প্যরামেডিক্যাল কোর্স করার সুযোগ
- চাকরি খুঁজছেন? যোগ্যতা অনুযায়ী এখনই আবেদন করুন
লাগামছাড়া পেট্রপণ্যের দামে কিছুটা হলেও রাশ টানার ফলে, সপ্তাহের ছুটির দিন রবিবারে নিঃসন্দেহে এটা একটা খুশির খবর আমজনতার কাছে।
শনিবার, ২১ মে এক টুইট বার্তায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামন জানান, সেন্ট্রাল এক্সাইজ় ডিউটি খাতে পেট্রলে লিটার প্রতি ৮ টাকা ও ডিজ়েলে লিটার প্রতি ৬ টাকা করে কমানো হয়েছে। সেই সঙ্গে রাজ্যগুলিকেও কর ছাড় দেওয়ার বার্তা দেন তিনি।
প্রসঙ্গত, পেট্রল ও ডিজ়েলের পাশাপাশি উজ্জ্বলা যোজনায় রান্নার গ্যাসেও সিলিন্ডার প্রতি ২০০ টাকা করে ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এর ফলে দেশের ৯ কোটি গ্রাহক উপকৃত হবেন বলে জানানো হয়।