সৌমি ঘোষঃ “সারাক্ষণ ফোন ! কী এত ‘হাবজি-গাবজি’ করিস সারাদিন ফোনে ?” – এই ধরনের কথা প্রায় প্রতিটি বাড়িতেই এখন শুনতে পাওয়া যায়।
বাস্তব এর মাটিতে পা রেখে ভার্চুয়াল দুনিয়ায় বিচরণে অভ্যস্ত আজকের প্রজন্ম। আর এই নিয়ে আস্ত একটা সিনেমা।
এই প্রজন্মের শিশুরা ‘স্মার্ট’, ‘টেক-স্যাভি’। মোবাইল, কম্পিউটার,ভিডিও গেমস সবেতেই তাদের অফুরন্ত আগ্রহ। নিজের কল্পিত দুনিয়ার রাজা তারা। কিন্তু সামাজিকতায় আর মননে আপনার শিশুটি একলা হয়ে যাচ্ছে না তো? এই বাস্তব জীবনের গল্প নিয়েই সিনেমা ‘হাবজি-গাবজি’।
আরও পড়ুন –
- ব্রেকিং নিউজঃ এস এস সি -র মাধ্যমে সরকারি দপ্তরে কয়েক হাজার কর্মী নিয়োগ
- একসাথে ৮ টি সংস্থায় নিয়োগ, এখনই আবেদন করুন
- ৯ টি সরকারি চাকরির খবর এক নজরে
- ৫ টি কোম্পানি তে কাজের সুযোগ
- ব্রেকিং নিউজঃ পোস্ট অফিসে ৩৯ হাজার কর্মী নিয়োগ
মূল চরিত্রে অভিনয় করছেন শিশুশিল্পী সামন্তক দ্যুতি মৈত্র, শুভশ্রী গাঙ্গুলী, পরমব্রত চট্টোপাধ্যায়।আগামী ৩রা জুন, ২০২২এ ‘হাবজি-গাবজি’ মুক্তি পাবে। সব বয়সের মানুষই এই ছবির দর্শক, তবে পরিচালক রাজ চক্রবর্তী জানাচ্ছেন, শিশুরা ও তাদের বাবা-মা দের অবশ্যই এই সিনেমাটি দেখতে হবে। ইতিমধ্যেই ছবির ট্রেলার, প্রমোশন ভিডিও নিয়ে তুমুল উত্তেজনা দর্শকদের মধ্যে।
সদ্য বাবা- মা হয়েছেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলী। এর আগে প্রচুর জনপ্রিয় রোমান্টিক সিনেমায় পরিচালক রাজের সুখ্যাতি থাকলেও, এই প্রথম ‘বাবা’ রাজ চক্রবর্তী তাঁর দর্শকদের ঠিক কি বার্তা দিতে চান, সেই দিকেই তাকিয়ে আপামর সিনেপ্রেমী।