সন্তু সামন্তঃ বেঙ্গালুরুর এম জি রোড মেট্রো স্টেশনে (MG Road metro station, Bengaluru) তৈরি হল ভারতের প্রথম ৫ জি (5G) ইন্টারনেট নেটওয়ার্ক। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার পাইলট প্রোজেক্ট হিসেবে এম জি রোড মেট্রো স্টেশন এ বসল ৫ জি নেটওয়ার্ক, এমনটাই ঘোষণা করেছে বেঙ্গালুরু মেট্রো রেল কর্পোরেশান লিমিটেড (BMRCL)।
৫ জি ইন্টারনেট নেটওয়ার্ক এর আপলোড স্পিড ৬৪ এম বি পি এস এবং ডাউনলোড স্পিড ১.৪ জি বি পি এস। সূত্রের খবর, স্টেশন চত্বরের ২০০ মিটার এর মধ্যে এই ৫ জি নেটওয়ার্কের স্পিড রেগুলার ৪ জি ইন্টারনেট এর থেকে প্রায় ৫০ গুণ বেশি।
বেঙ্গালুরুর নম্মো মেট্রোর মুখপাত্র জানিয়েছেন, ট্রাই এর পাইলট প্রোজেক্ট হিসেবে এম জি রোড মেট্রো স্টেশনে ৫ জি নেটওয়ার্ক বসানো হয়েছে। এই নেটওয়ার্কের দায়িত্বে রয়েছে রিলায়েন্স জিও। এর আগে ২০১৩ সালে বেঙ্গালুরুর নম্মো মেট্রোই প্রথম গ্রাহকদের জন্য ইন্টারনেট এর ব্যবস্থা করেছিল। সেই সময় এম জি রোড মেট্রো স্টেশন এবং ব্যাপানাহল্লি মেট্রো স্টেশন এর মধ্যে ইন্টারনেট এর সুবিধে পেতেন গ্রাহকরা।
জানা গেছে, মেট্রো চত্বরে ৫ জি নেটওয়ার্ক বসার ফলে ওই স্টেশনে যাত্রী সংখ্যা আগের থেকে বেড়েছে। বেঙ্গালুরুর নম্মো মেট্রোর পক্ষ থেকে মেট্রো পরিবহণ আরও বেশি করে ব্যবহার করার জন্য উৎসাহিত করা হচ্ছে। জনবহুল এলাকাতে মেট্রো সম্প্রসারণেরও ব্যবস্থা নেওয়া হচ্ছে। কে আর পুরম এবং টিন ফ্যাক্টরির মত জনবহুল এলাকাতে যাতে মেট্রো স্টেশন তৈরি করা যায় সেই ব্যবস্থাও খতিয়ে দেখা হচ্ছে। এম জি রোড মেট্রো স্টেশনের ৫ জি নেটওয়ার্ক এর এই সুবিধে ভারতের অন্যান্য মেট্রোতে কবে চালু হয় সেটাই এখন দেখার।
(India getting first 5G network metro station at MG road metro, Bengaluru. This internet speed is 50x faster than 4G network )