ওয়েব ডেস্কঃ আর মাত্র ১০ দিন ! তারপরই দেশে উদযাপন হবে স্বাধীনতার ৭৫ তম বর্ষ পূর্তি। তাই রাজধানী দিল্লিকে নিরাপত্তায় মুড়তে রেড ফোর্ট ও তার পাশাপাশি এলাকায় বসছে ইন্টারনেট প্রোটোকল সমন্বিত সি সি টিভি। সূত্রের খবর, মোট ১০০০ টি সি সি টিভি বসাবে দিল্লী পুলিশ।
সংবাদ সংস্থা সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, আগামী ১৫ আগস্ট লস্করী তৈবা বা জইশ ই মহম্মদ এর মত জঙ্গি গোষ্ঠী হামলা চালাতে পারে। গতকালই ইন্টেলিজেন্স ব্যুরোর পক্ষ থেকে একটি রিপোর্টে এমনই আশঙ্কার কথা জানানো হয়েছে।
ইন্টেলিজেন্স ব্যুরোর ১০ পাতার রিপোর্টে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে’র হত্যার কথা উল্লেখ করা হয়েছে। দিল্লিতে প্রবেশপথের সমস্ত রাস্তায় নিরাপত্তা জোরদার করতে অনুরোধ করা হয়েছে দিল্লী পুলিশকে।
রেড ফোর্ট এ স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান হয়। তাই নিরাপত্তা জোরদার করতে যে ক্যামেরা বসানো হচ্ছে তাতে ফেস ডিটেকশন, জনগণের চলাফেরার গতিবিধি, ট্রিপওয়্যার, অডিও ডিটেকশন, ইন্ট্রুশ্ন, ডি ফোকাস সহ অত্যাধুনিক সুবিধা রয়েছে। এমনকি রাত্রিবেলাতেও ১৫০ মিটার পর্যন্ত পরিষ্কার ছবি এবং ভিডিও তুলতে সক্ষম এই ক্যামেরাগুলি।
প্রসঙ্গত, গত বছর কৃষক বিল নিয়ে স্বাধীনতা দিবসের দিন ট্র্যাক্টর র্যালিতে প্রতিবাদ মিছিল হয়েছিল। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ সহ স্বাধীনতা দিবসের দিন কার্যত দিল্লিতে অরাজকতার ছবি দেখেছিল সারা বিশ্ব। এবার যাতে তেমন কোনও পরিস্থিতির সৃষ্টি না হয় তাই আগে থেকেই সতর্ক প্রশাসন।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ