ওয়েব ডেস্কঃ আগামী ১৮ জলাই এর রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরের প্রার্থী পদ ঘোষণা হল। বিরোধী দলগুলির সর্বসম্মত প্রার্থী হিসেবে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশবন্ত সিনহার নাম নাম ঘোষণা করা হল।
প্রসঙ্গত আজ সকালেই টুইট করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যাোপাধ্যায় এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দল এর কাজ থেকে সরতে চেয়েছিলেন। পাশাপাশি জানিয়েছিলেন দেশের বৃহত্তর স্বার্থে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তখনই জল্পনা ছিল যে তাহলে তিনি রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরের প্রার্থী হচ্ছেন।
তবে এই নির্বাচনে বিজেপির প্রার্থী কে তা এখনও স্পষ্ট নয়।