সন্তু সামন্তঃ এক বা দুহাজার নয়, একেবারে ২০ হাজার ! তাও ১ সেকেন্ডে ! এই সংখ্যা আবার কেবলমাত্র খেলার কারণে। চলতি ফিফা বিশ্বকাপে এমনই রেকর্ড টুইট (Tweet) এর কথা জানিয়েছেন খোদ সংস্থার অধিকর্তা ইলন মাস্ক।
ইলন মাস্কের কথায়, আরও বেশি করে মানুষ টুইট (Tweet) এর ওপর বিশ্বাস রাখছেন। কারণ, প্রতিদিনই টুইট সংখ্যার গ্রাফ বাড়ছে। পাশাপাশি টুইটারের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে টুইট ব্যবহারকারীদের জন্য একটি বিশেষ সুবিধার কথা জানানো হয়েছে। চলতি বছরের শুরুতে কিছু দেশের ব্যবসায়ীদের জন্য টুইটারের পক্ষ থেকে লঞ্চ করা হয়েছিল এই ৩ টি সুবিধে – Website Conversions Optimization, Dynamic Product Ads, and Collection Ads। তবে এবার সাড়া বিশ্বের সব ব্যবসায়ীদের জন্য এই সুবিধে উপলব্ধ হবে।
উল্লেখ্য, ঠিক ১০ দিন আগেই সংস্থার অধিকর্তা ইলন মাস্ক এক টুইট (Tweet) বার্তায় জানিয়েছিলেন, “টুইটার ক্রমাগত আরও উজ্জীবিত হয়ে উঠছে বলেই মনে হচ্ছে”। তবে ৮ ডলারের বিনিময়ে ব্লু টিক পরিষেবা প্রদান সহ প্রায় ১১ হাজারেরও বেশি কর্মী ছাঁটাই এর বিতর্কিত সিদ্ধান্তে আগামীতে টুইটারের জনপ্রিয়তা ঠিক কেমন থাকে সেটাই এখন দেখার।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।