বরুণ মুখোপাধ্যায়ঃ আগামী সপ্তাহের সোমবার অর্থাৎ ২৭ জুন থেকে শুরু হতে চলেছে ১৩৫ তম উইম্বলডন টেনিস প্রতিযোগিতা। চলবে ১০ জুলাই পর্যন্ত।
আরও পড়ুনঃ
- একসাথে ৫ টি সংস্থায় চাকরির খোঁজ
- কোল ইন্ডিয়া লিমিটেডে কর্মী নিয়োগ
- সিভিল সার্ভিস এর প্রিলি পরীক্ষার ফল প্রকাশিত হল
- সবার জন্য চাকরির সুযোগ
- অগ্নিপথ স্কিমে ভারতীয় বায়ুসেনাতে নিয়োগ
প্রতিযোগীদের মধ্যে থাকছেন ৩৫ বছর বয়সী শীর্ষ বাছাই সার্বিয়ার খেলোয়াড় নোভাক জোকোভিচ। আছেন পুরুষ সিঙ্গেলস্-এ ২২টি গ্র্যান্ড-স্লাম জয়ী স্পেনের টেনিস তারকা রাফায়েল নাদাল। মহিলা বিভাগে আছেন ৪০ বছর বয়সী আমেরিকার খেলোয়াড় সেরেনা উইলিয়ামস। ১৯৯৯ সাল থেকে এই বছর প্রথমবারের জন্য অংশগ্রহণ করছেন না সুইজারল্যান্ডের খেলোয়াড় রজার ফেডেরার।
জানা গেছে, উইম্বলডন টেনিসে সর্বমোট পুরস্কার মূল্য থাকে ৪.০৩ কোটি পাউন্ডেরও বেশি অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৩৯০ কোটি টাকা। সারা বছর ধরে চলা চারটি গ্র্যান্ড-স্লামের মধ্যে জুন-জুলাই মাসে লন্ডনে আয়োজিত হয় এই উইম্বলডন।
এছাড়া বাকি তিনটি হল— অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেন ও ইউএস ওপেন। এবারের উইম্বলডনে কোন কোন খেলোয়াড় দর্শকদের চাহিদা পূরণ করে সেটা দেখার জন্য আর কয়েকটা দিন অপেক্ষা করতেই হবে।
ReplyForward |