সঞ্জয় বৈরাগীঃ শিশু উদ্যান সাধারণত শিশুদের খেলাধুলা ও আনন্দ করার জায়গা। তবে, এই ধারণাকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও। যেখানে, একটি হাতিকে শিশুদের খেলাধুলার সামগ্রী নিয়ে পার্কের ভিতর খেলতে দেখা যাচ্ছে।
সংবাদ মাধ্যম সূত্রের তথ্য অনুযায়ী, আমচাং বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে আচমকাই একটি বন্য হাতি আসামের গুয়াহাটির নারাঙ্গী আর্মি ক্যান্টনমেন্টের একটি শিশুপার্কে প্রবেশ করে ও সেখানে থাকা শিশুদের খেলার সামগ্রী নিয়ে খেলতে শুরু করে। আসলে নারেঙ্গী আর্মি ক্যান্টনমেন্ট হাতির করিডোরের একদম পাশেই অবস্থিত হওয়ায় এখানে বন্য হাতির বিচরণ একটি সাধারণ বিষয়।
ভাইরাল এই ভিডিওটিতে, পার্কে থাকা দোলনার সঙ্গে হাতিটিকে খেলা উপভোগ করতে দেখা যায়। কখনো সে দোলনার পিছন পিছন হাঁটতে থাকছে কখনও বা শিশুর মতো তার পা দিয়ে দোলনায় লাথি মারছে।
উল্লেখ্য, এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। পাশাপাশি, সোশ্যাল মিডিয়া ব্যাবহারকারীদের মধ্যে অধিকাংশ জনই এটির প্রশংসা করেছেন। আবার অনেকজন ব্যাবহারকারী এত সুন্দর একটি ভিডিও তাদের সামনে তুলে ধরার জন্য ভিডিও কারীকেও ধন্যবাদ জানিয়েছেন।