ওয়েব ডেস্কঃ বাঁশির আওয়াজ পাওয়া যায় বাঁশি থেকে। অনেক সময় কোনও পাখির ডাকও বাঁশির আওয়াজের মত শোনায়। অনেক মানুষই শিস দিয়ে বাঁশির আওয়াজ করতে পারে। কিন্তু তাই বলে অণ্ডকোষ থেকে বাঁশির আওয়াজ !
ঘটনা আমেরিকার। এক ৭২ বছরের ব্যক্তির অণ্ডকোষ থেকে এই আওয়াজ (whistling scrotum) বেরচ্ছিল। ডাক্তারের কাছে আসতেই ধরা পরে আসল রোগ। বিরল এই রোগের নাম নিউমোস্কর্টাম। ডাক্তারি পরীক্ষাতে ধরা পরে তার ফুসফুসের অবস্থা খুব খারাপ। ফুসফুস সহ সারা শরীরে জমেছে বায়ু। অণ্ডকোষে ক্ষত থাকায় সেখান থেকে শরীরে জমে থাকা বায়ু বেরিয়ে হিসহিস করছে । আর যা শুনতে বাঁশির মত লাগছে।
আমেরিকার জার্নাল অফ কেস রিপোর্ট এর তথ্য অনুযায়ী, ৫ মাস আগেই তার অণ্ডকোষে অস্ত্রোপচার হয়েছিল। তখন অণ্ডকোষে ক্ষতের সৃষ্টি হয়েছিল। আর সেই ক্ষত থেকেই এই বিপত্তি।