কোয়েল দত্ত : হোয়াটস অ্যাপে টেক্সট করার সময় আমরা অনেক সময়ই ভুল টাইপ করে ফেলি। একবার তা পাঠিয়ে দিলে ডিলিট করা ছাড়া উপায় থাকে না, তাও আবার নির্দিষ্ট সময়ের মধ্যে। এবার এই সমস্যার সমাধান আনতে চলেছে মেটার হোয়াটসঅ্যাপ।
সম্প্রতি অ্যানড্রয়েড ফোনের হোয়াটস অ্যাপ ভার্সনে আসতে চলেছে নতুন চমক, জানালো ‘Wabetainfo’ । এটি এমন একটি ওয়েব সাইট, যেখানে হোয়াটসঅ্যাপ সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে বিশেষ সাহায্য করে। হোয়াটস অ্যাপের মাধ্যমে কোনো টেক্সট একবার পাঠালে সেটা যেমন রিমুভ করা যাবে, আবার কিছু টেক্সট নিয়ে এডিটিং ও করা যাবে। এমনই এক অপশন রাখার কাজ করা হচ্ছে।
আরও পড়ুনঃ
- মোট ১৬৯৬ জনের নাম ও রোল নম্বর প্রকাশ করল পি এস সি
- ৫ টি বেসরকারি সংস্থায় চাকরির সুযোগ
- বি.এড কোর্সে ভর্তি নিচ্ছে নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়
- মাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মমুখী কোর্স করে প্লেসমেন্টের সুযোগ !
- ইলেভেনে ভর্তির ক্ষেত্রে বদলাচ্ছে নিয়ম
‘Wabetainfo’ এই আপডেট টির একটি স্ক্রীন শট প্রকাশ করে যেখানে টেক্সট এডিট অপশন টি দেখা যায়।
সূত্রের খবর অনুযায়ী জানা যায়, এই এডিটিং করার প্রক্রিয়াটির কাজ পাঁচ বছর আগে শুরু হয়েছিলো। কিন্তু টুইটারে রিপোর্ট হওয়ার পর থেকে সেটি হয়নি। আবারও পাঁচ বছর পর এডিটিং ভার্সনটি আনার জন্য বিবেচনা করা হয়েছে।
বর্তমানে হোয়াটস অ্যাপ এডিটিং যে ভার্সন তৈরি হচ্ছে তাতে ব্যবহারকারীরা মেসেজ করার সময়ে বিভিন্ন ধরনের এডিটিং অপশন দেখতে পাবেন। এছাড়া ও কপি ও ফরওয়ার্ড করার পাশাপাশি এডিটিং করার অপশন পাওয়া যাবে। কোনো মেসেজ করার সময়ে টাইপিং এ ভুলভ্রান্তি ঠিক করতে এডিট অপশনটি ব্যবহার করা যাবে। তবে একবার মেসেজ পাঠানোর পর তা সংশোধন করা সম্ভব নয়।
তবে এই নতুন ভার্সনটি কবে থেকে আপগ্রেড হবে, সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। খুব তাড়াতাড়ি যে অ্যানড্রয়েড ফোনে আসবে তা আশা করা যায়।