সন্তু সামন্তঃ মোবাইল, চার্জার লাইট বা এয়ারফোন কে চার্জ দেওয়া হয় এটা স্বাভাবিক। কিন্তু ফুটবল কে চার্জ দেওয়া ! এটা এর আগে হয়ত আপনি শোনেননি। এবার বিশ্বকাপে এমনটাই দেখা গিয়েছে যে খেলা শুরুর আগে তাকে চার্জে বসাতে হয়েছে। (WC Football)
ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, প্রতিটি খেলার আগে ফুটবলে চার্জ দিতে হচ্ছে। এর কারণ ফুটবলের ভেতরে থাকা একটি সেন্সর। অফসাইড থেকে শুরু করে বলের পজিশন সমস্ত কিছু প্রতি সেকেন্ডে রেকর্ড করে এই সেন্সর। এর ওজোন মাত্র ১৪ গ্রাম। জানা গেছে জার্মান সফটওয়্যার কোম্পানি কিনেক্সন (KINEXON) এই সেন্সরটি তৈরি করেছে।
কোম্পানির সহ প্রতিষ্ঠাতা স্মিট ( Schmidt) জানিয়েছেন, প্রতি সেকেন্ডে এই সেন্সর ৫০০ টি ছবি তুলতে পারে। তারপর এই ছবিগুলি লোকাল পজিশনিং সিস্টেমে পাঠিয়ে দেয় এই সেন্সর। এমনকি বল মাঠের বাইরে চলে যাওয়ার পর নতুন বলে খেলা শুরু হলেও অটোমেটিকলি আগের ডেটা নতুন বলের সেন্সরে চলে আসে। আর এর জন্য সারা মাঠে বিশেষ ধরনের অ্যান্টেনা লাগানো হয়েছে। একবার ফুল চার্জ দেওয়া হলে খেলা শুরু হওয়ার ৬ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দেওয়ার ক্ষমতা রয়েছে এই সেন্সরের। তবে ব্যবহার না করলে এর চার্জ থাকবে ১৮ দিন পর্যন্ত।
এমন অভিনব পদ্ধতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই মজার মজার কমেন্ট উঠে এসেছে। তবে তার মধ্যে নেটনাগরিকদের শেয়ারের বিষয় হয়ে উঠেছে এই কমেন্টটি – “Headline in the future: Balls uncharged, Championship match postponed.” (WC Football) অর্থাৎ, কোনও একদিন সংবাদমাধ্যমে এমনটাও হেডিং দেখা যেতে পারে- বলে চার্জ নেই, ম্যাচ আপাতত বন্ধ।