ওয়েব ডেস্কঃ কার্টুন দেখতে কে না ভালোবাসে! বাচ্চা হলে তো কথাই নেই, বড় রাও কম যান না। কার্টুন চরিত্রের মজার অঙ্গি-ভঙ্গি, কথার সাথে মজাদার সাউন্ড এফেক্টস মাতিয়ে রাখে দর্শক দের। কিন্তু এই কম্পিউটার নির্মিত ছবির সাথে মানানসই কথা আর এই মিউজিক তৈরী হয় কীভাবে কখনও ভেবেছেন?
যদিও সময়ের সাথে সাথে উন্নত হয়েছে প্রযুক্তি। দেখুন ১৯৪১ সালে ডিজনির (Walt Disney Sound Effects) শিল্পীরা কীভাবে সাউন্ড এফেক্টস বানাতেন।