স্নেহাশিষ পালঃ ট্রাফিক নিয়ম অনুযায়ী বাইকে একসঙ্গে ২ জন চড়তে পারেন। অর্থাৎ, চালকের সাথে একজন সওয়ারি। স্থানীয় রাস্তায় পুলিশের চোখ এড়িয়ে অনেকে ৩ থেকে ৪ জন নিয়েও বাইক চালান। তা বলে ৭ জন ! (Viral Video) তাও শুধু মানুষ নয়, সঙ্গে দুটি কুকুর ছানা ও মুরগি। শুনেই চমকে গেলেন তো?
চমকে যাওয়ার মতই ভিডিও। একটা বাইকে ৭ জন, চালক সহ এক মহিলা এবং ৫ শিশু। তার সঙ্গে নিশ্চিন্ত মনে চলেছে দুটি কুকুর ছানা ও মুরগি ও। কারো মাথায় হেলমেট নেই। সব কিছু নিয়ে চালকের অবস্থাও বেশ খারাপ। তেলের ট্যাঙ্ক এমন কি পিঠেও উঠে এসেছে কেউ। ভাবুন তো, নিজেদের নিরাপত্তা বিসর্জন তো দিলেনই , সঙ্গে বাচ্চাগুলোর জীবন নিয়েও ছিনিমিনি খেলা।
ভিডিও টি টুইটে শেয়ার হতেই মুহূর্তের মধ্যে ভাইরাল (Viral Video) হয়েছে সেই ভিডিও। আপনিও দেখুন সেই ভিডিও –
টুইটারে ‘জ়িন্দেগি গুলজ়ার হ্যয়’ নামক একটি প্রোফাইল থেকে শেয়ার হওয়ার সাথে সাথেই আড়াই লাখের বেশি মানুষ ভিডিয়োটি দেখে ফেলেছেন। ক্যাপশনে লেখা হয়েছে, ‘ইনি ধরা পড়ে গেলে, চালান ভরার জন্য লোন নিতে হতে পারে।’
কেউ কেউ এই ভিডিয়ো টি কে যেমন উপভোগ করছেন, কেউ আবার কাণ্ডজ্ঞানহীনতা নিয়েও প্রশ্ন তুলেছেন।
টিম নবচেতন এর পক্ষ থেকে সকল বাইক আরোহীকে এই বিষয়ে সচেতন হওয়ার অনুরোধ করা হচ্ছে। আপনি এবং আপনার পরিবারের নিরাপত্তার পাশাপাশি পথচলতি অন্যান্যদেরও এই ধরনের ঘটনায় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। আইন মেনে বাইক চালিয়ে নিজে ভালো থাকুন, অপরকেও ভালো থাকতে সাহায্য করুন।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

















Comments 1