তিয়াশা ভক্তাঃ আধুনিক সভ্যতার যুগে অরণ্য ধ্বংসের পথে। গাছ কেটে উঠছে বড় বড় ইমারত । বলা হয় গাছ লাগাও প্রাণ বাঁচাও। আর তাকেই ব্যস্ততার অজুহাতে এড়িয়ে যায় অনেকে। তবে এক যুবকের চোখের নিমেষে হাজার হাজার গাছ লাগানোর ভিডিও বেশ ভাইরাল (Viral Tree planting) হলো নেট দুনিয়ায়।
টুইটারে ভিডিওটি শেয়ার করেছেন নরওয়ের প্রাক্তন পরিবেশ ও জলবায়ু মন্ত্রী এরিক সোলহেম। ভিডিওতে উঠে এসেছে এক যুবক মাটি খুঁড়ে চারা গাছ রোপণ করছে। এই শর্ট ভিডিওটির পরিসর মাত্র ১৫ সেকেন্ড। যার ক্যাপসনে লেখা ছিল ‘wow’।
জানা গেছে ভিডিওটি রেকর্ড করা হয়েছিল ২০২১ সালে। গিনিস ওয়ার্ল্ড রেকর্ড ওয়েবসাইট থেকে জানা যায় ২০২১ সালের ১৭ জুলাই মাত্র ২৪ ঘণ্টায় ২৩০৬০ টি গাছ লাগিয়ে এই বিশ্ব রেকর্ড করেছিলেন অ্যান্টোইন মোসেস। তাঁর বয়স ২৩ বছর। তিনি জানিয়েছেন তিনি প্রতি মিনিটে ১৬ টি করে গাছ লাগাতে পারেন।
ভিডিওটি শেয়ার করার পর পরই ভিউজের গ্রাফ ক্রমশ ঊর্দ্ধ গতিতে। ইতিমধ্যে তা ছাড়িয়েছে ১.৭ মিলিয়ন এবং লাইক পেয়েছে ১৮৭২ টি। মন্তব্যের বন্যা বয়েছে সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ বলেছে স্বাস্থ্যকর পরিবেশ গড়তে এটি একটি কার্যকরী মেসেজ হিসাবে পৌঁছাবে মানুষের কাছে।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।
Comments 1