সন্তু সামন্তঃ সারা বিশ্বে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ব্যবহার ক্রমশ বাড়ছে। অফিস, শোরুম এমনকি হোটেলেও রোবটের উপস্থিতি জানান দিচ্ছে আধুনিকতার ছোঁয়া। তবে লোন নেওয়ার জন্য একেবারে ব্যাঙ্কে উপস্থিত হওয়া – এটা কার্যত একেবারেই নতুন। আর এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় এলে তা ভাইরাল না হয়ে যায় কোথায় ?
আরও পড়ুনঃ সরকারি দপ্তরে কয়েক হাজার শূন্যপদে কর্মী নিয়োগ
সম্প্রতি ফেডেরাল ব্যাঙ্কের কোচিন এর একটি শাখায় লোন নিতে দেখা গিয়েছে একটি রোবট কে। মহিলার সাজে সেজে ব্যাঙ্ককর্মীদের থেকে লোনের কাগজ নিয়েছে সে। জানা গেছে অ্যাসিমভ রোবোটিক্স প্রাইভেট লিমিটেড তাদের অফিসের জন্য ব্যাঙ্ক থেকে লোনের আবেদন করেছিল। সেই লোন মঞ্জুর হওয়ায় সংস্থার কর্মী হিসেবে রোবটটি ব্যাঙ্ক কর্মীদের থেকে লোন সংক্রান্ত কাগজপত্র নেয়। এমনকি ব্যাঙ্কের কর্মীদের সম্ভাষণ ও সে করে।
দেখুন সেই ভাইরাল ভিডিও –
রোবট প্রস্তুতকারক সংস্থা নিজেদের বানানো রোবট নিয়ে ব্যাঙ্কে আসায় খুশি ব্যাঙ্ককর্মী থেকে নেটনাগরিক।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ