মৌপিয়া মাইতিঃ বর্তমানে যানবাহনের সংখ্যা যেমন বেড়েছে তার সাথেই তাল মিলিয়ে বেড়েছে দুর্ঘটনা। ট্র্যাফিক নিয়ম না মানা, সতর্ক ভাবে গাড়ি না চালানো আরো কত কি কারণে দুর্ঘটনার রমরমা বেড়েই চলেছে দিন দিন।
সম্প্রতি ভাইরাল হয়েছে কর্ণাটকের একটি ভিডিও। দেখা যাচ্ছে একজন গাড়ি পার্ক করে আচমকা ডানদিকের দরজা খুলে দেন। পেছন থেকে স্কুটিতে আসা এক মহিলা গাড়ির দরজায় ধাক্কা মারেন এবং নিজের গাড়ি সমেত উল্টে পড়ে যান রাস্তায়। পেছন থেকে আসা একটি গাড়ি প্রায় সেই পড়ে যাওয়া মহিলাকে পিষে ফেলে।
রাস্তায় গাড়ির দরজা খোলার আগে সাইড মিররে দেখে নেওয়া উচিত কোনো গাড়ি পেছন থেকে আসছে কিনা, এছাড়াও ডান দিকে বা বাঁদিকে টার্ন নেওয়ার সময় ইন্ডিকেটর অন করা, ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালানো এবং অবশ্যই সিট বেল্ট লাগানো – এই সামান্য কয়েকটি সতর্কতা অবলম্বন করলেই আপনি নিজে এবং আপনার আশেপাশের মানুষকে দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে পারেন।
প্রশাসনের তরফ থেকে নানান সতর্কতামূলক প্রচার চলছে কিন্তু সাধারণ মানুষ নিজে যতদিন না সতর্ক হচ্ছে ততদিন দুর্ঘটনার মাত্রা কমবেনা।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ