ওয়েব ডেস্কঃ সোশ্যাল মিডিয়া তে অনেক ধরনের ভিডিওই ভাইরাল (Viral Video) হয়। এবার ভাইরাল হল সুপারহিরোর ভিডিও। না, এ কোনও সিনেমার চিত্রনাট্য নয়, এই ভিডিও বাস্তবের মাটিতে ঘটে যাওয়া এক ভাইরাল ভিডিও।
ঘটনাটি চীনের ঝেজিং প্রদেশের টিংজিয়াংয়ে। চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লিজিয়ান ঝাও তাঁর অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন “Heroes among us”। ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি ফোনে কথা বলতে বলতে এক মহিলার সঙ্গে একটি বাড়ির দিকে হন্তদন্ত হয়ে এগিয়ে যাচ্ছেন।
পরক্ষণেই ব্যক্তিটি মোবাইল ফোনটি মাটিতে ফেলে দেন। হাত বাড়িয়ে লুফে নেন পাঁচতলা থেকে পরে যাওয়া এক শিশুকে। তাঁর তৎপরতা ও সাহসী সিদ্ধান্তর জন্য নিশ্চিত মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরে ওই শিশুটি।
ভিডিওটি টুইটারে শেয়ার করতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় পোস্টটি। ১৩ সেকেন্ডের এই ভিডিওটি ২ লক্ষের বেশি মানুষ এখনও পর্যন্ত দেখেছেন। আপনিও দেখুন সেই ভিডিও –
সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে বাস্তবের এই সুপারহিরো। সত্যিই তো ঠিকঠাক টাইম মত তাঁর সাহসী সিদ্ধান্তের জন্যই তো বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল শিশুটি।
(Man caught a child falling from 5th floor. bei)