ওয়েব ডেস্কঃ একই কাজ দিনের পর দিন করলে সেই কাজে মাস্টার হওয়া যায়। তবে একই কাজ হলেও বয়সের অজুহাত দিয়ে অনেকের কাজে ঢিলেমি দেখা যায়। আর সেক্ষেত্রে সমস্যায় পড়তে হয় সংশ্লিষ্ট গ্রাহকদের।
আরও পড়ুনঃ
- কোচি শিপইয়ার্ড লিমিটেডে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
- ৫ টি কোম্পানি তে বিভিন্ন পদে নিয়োগ
- সাব ইনস্পেক্টর পোস্টের পরীক্ষা ১৭ জুলাই
- রেল এ গ্রুপ ডি পোস্টে ১ কোটি পরীক্ষার্থীর পরীক্ষা শুরু হবে ১৭ আগস্ট
- ভারতীয় রেলের ICF এ বিভিন্ন ট্রেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ
তবে কিছুক্ষেত্রে ব্যতিক্রম আছে। এই যেমন চেন্নাই এর এগমোর স্টেশনের টিকেটিং কর্মী। ‘মুম্বই রেল ইউজার্স’ নামে টুইটার অ্যাকাউন্ট থেকে করা টুইট এ দেখা যাচ্ছে মাত্র ১৫ সেকেন্ডে ৩ টে টিকিট কেটে দিচ্ছেন এক টিকেটিং কর্মী। অটোম্যাটিক টিকিট ভেন্ডিং মেশিন এ টিকিট কাটতে গিয়ে আমরা অনেকেই নাকানিচোবানি খাই। ১ টা টিকিট কাটতেই প্রায় ৫-১০ মিনিট সময় লেগে যায়। সেখানে খুব দ্রুত টিকিট কেটে যাত্রীদের ভিড় একাহাতে সামাল দিচ্ছেন এই কর্মী।
এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নেটিজেনদের অনেকেই বলছেন এটি আসলে ওই মেশিনের কেরামতি। মেশিন খুব ফাস্ট তাই তিনি টিকিট কেটে দিচ্ছেন খুব দ্রুত।
কিন্তু ভিডিও তে দেখা ছবি বলছে তার বয়স নেহাত কম নয়। এই বয়সে এতটা দ্রুততার সঙ্গে কাজ করা ইচ্ছেশক্তির বহিঃপ্রকাশ। যা সচরাচর দেখা যায় না। এটা একবাক্যে মানতেই হবে।