সুদীপ ঘোষঃ দেশে সিভিল সার্ভিসের (Civil Service) আসন সংখ্যা বাড়ল। ইউপিএসসি (UPSC) পরীক্ষার মাধ্যমে নিয়োগ হওয়া আইএএস (IAS) ও আইপিএস (IPS) অফিসারের সংখ্যা বাড়ল। কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ পদস্থ আধিকারিকদের সংখ্যা বাড়ার কথা জানিয়েছেন কেন্দ্রের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের স্বাধীন দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী জিতেন্দ্র সিং। এদিন সংসদে প্রশ্ন-উত্তর পর্বে তিনি এই কথা জানান।
তিনি বলেন পাসোয়ান কমিটির সুপারিশ মতো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে আইএএস আধিকারিকদের আসন সংখ্যা ১৮০ ও আইপিএস আধিকারিকের সংখ্যা ২০০বাড়ানো হয়েছে।
তিনি আরও জানান, ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত আইএএস অফিসারের শূন্যপদ ছিল ১৪৭২ এবং আইপিএস অফিসারের সংখ্যা ছিল ৮৬৪। এই সমস্ত শূন্যপদ পূরণের প্রক্রিয়া চলছে। আর কিছুদিনের মধ্যেই এই শূন্যপদ গুলিতে নিয়োগ প্রক্রিয়া শেষ হবে। তারপর ট্রেনিংয়ের পরই দেশ পাবে নতুন সিভিল সার্ভেন্ট। সরকার চায় প্রতিবছর এই আধিকারিকদের শূন্যপদ দ্রুত পুরো পূরণ করতে। এই অফিসারদের আসনের সংখ্যা বাড়ায় কেন্দ্রের ও রাজ্যের সমস্ত কাজে গতি পাবে। ইউপিএসসি পরীক্ষায় আসন সংখ্যা বাড়ায় খুশি এই পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া দেশের যুবক- যুবতীরা
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ