ইন্দ্রাণী লাহাঃ- এক মহিলার জীবন সংগ্রামী কাহিনি নিয়ে শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক – উড়ন তুবড়ি। ‘লক্ষ্মী কাকিমার’ মুদির দোকানের পাশাপাশি টি.আর.পি – র প্রতিযোগিতায় ২৮ শে মার্চ থেকে “অলৌকিক না লৌকিক” এর চেনা মুখ সোহিনী ব্যানার্জি আসতে চলেছে লড়াকু তুবড়ি হয়ে।
কিন্তু সিরিয়ালের সময় নিয়ে ধন্দ্ব ছিল প্রথম থেকেই। সিরিয়ালটি কোন সিরিয়াল কে প্রতিস্থাপন করবে নাকি অন্য সময় আসছে? – জানা যায় ইতিমধ্যে অপরাজিতা অপু সিরিয়ালে দাঁড়ি পরতে চলেছে। ২৫ শে মার্চ শেষবারের মত শুটিং হবে বি.ডি.ও বৌমার কাহিনীর, ২৬ শে মার্চ শেষ পর্বের সম্প্রচার। প্রথম তিনে টি.আর.পি তালিকায় থাকা অপু কে সেরা সময় থেকে শুধু সরে যাওয়ায় নয়, শেষ করতে হলো কাহিনীই।
আসন্ন “উড়ন তুবড়ি”- তে মুখ্য ভূমিকায় সোহিনী ব্যানার্জীর পাশাপাশি তার তার বোনের ভূমিকায় সুকন্যা বসু ও সৌমি চ্যাটার্জিকে দেখা যাবে এবং তাদের একক মায়ের ভূমিকায় টেলিভিশনের চেনামুখ লাবনী সরকার।
প্রোমোতেই তার মায়ের অপমান ও দোকান ভাঙার প্রতিবাদে গাড়ির কাচের প্রতীকি তে বড়লোকের গুমোড় এবং মটকা ভেঙে লিঙ্গ সমতার পরিচয় দেয় তুবড়ি – ‘আমি ফুলঝুড়িও নই,আমি কালিপটকাও নই, আমি তুবড়ি, একবার জ্বললে সহজে নিভি না’।