সুদীপ ঘোষঃ আসন্ন ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা ফুটবল বিশ্বকাপে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে চলেছেন অনিতা। চরম অভাবের সাথে লড়াই করে ফুটবল বিশ্বকাপে দেশকে প্রতিনিধিত্ব করবেন অনিতা কুমারী।
বর্তমানে রাঁচি মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী অনিতা। পরিবারের নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থা। বাবা পূরণ মাহাতো এক সময় চাষবাস করতেন কিন্তু এখন অসুস্থ. আর মা আশাদেবী একজন ঠিকা মজুর কর্মী। সব দিন খাবারও জুটেনা অনিতার পরিবারের।ফ্যান ভাত বা মাড় ভাত এবং পান্তা ভাত তাদের নিত্য দিনের সঙ্গী ।সেই ফ্যান ভাত খেয়েই কঠোর পরিশ্রম ও অনুশীলনের পুরস্কার দেশের বিশ্বকাপ দলের সুযোগ।
‘ঝাড়খন্ড সরকার এবং কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক যদি সাপোর্ট করে তাহলে অনিতার মত অনেক ক্রীড়াবিদ ই দেশের মুখ উজ্জ্বল করবে’, এমনটাই জানিয়েছেন অনিতার কোচ আনন্দ গোপ।
পারিবারিক অভাব সহ একাধিক প্রতিকূলতার বিরুদ্ধে তার লড়াই এর কাহিনী নেট দুনিয়ায় এখন ভাইরাল। সাফল্য আসুক তার নিজস্ব কেরিয়ারে, উজ্জ্বল হোক দেশের মুখ – নবচেতনের পক্ষ থেকে অনিতা কুমারীর জন্য রইল আগাম শুভেচ্ছা ও কুর্ণিশ ।