বরুণ মুখোপাধ্যায়: কার্ড সংক্রান্ত জালিয়াতি রুখতে বড়সড় সিদ্ধান্তের কথা ঘোষণা করল কেন্দ্র। ভারত সরকারের মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি-র পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেখানে জনসাধারণের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে আধার কার্ডের ফটোকপি শেয়ার না-করার পরামর্শ দেওয়া হয়েছে।
- WBCS এর অ্যাডমিট কার্ড দেওয়া হবে ৩১ তারিখ থেকে
- একসঙ্গে ৬ টি সংস্থার চাকরির খবর
- কয়েক হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করছে সরকারি দপ্তর
- এনটিপিসি দ্বিতীয় ধাপের পরীক্ষার সময় তালিকা প্রকাশ করলো রেল
- চাকরি খুঁজছেন? যোগ্যতা অনুযায়ী এখনই আবেদন করুন
২৭ মে তারিখের এই প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ১২ সংখ্যার নম্বর লেখা আধার কার্ডের ফটোকপির পরিবর্তে শেষ চারটি সংখ্যা লেখা ‘মাস্কড আধার’ ব্যবহার করতে। এই মাস্কড আধার কার্ড সহজেই ডাউনলোড করা যাবে ইউআইডিএআই(UIDAI)-এর সরকারি ওয়েবসাইট (https://myaadhaar.uidai.gov.in ) থেকে।
সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে নিজের আধার নম্বর যাচাইকরণ (ভেরিফিকেশন) করা যাবে। মোবাইল অ্যাপ্লিকেশন থেকেও আধার কার্ডের কিউআর-কোড স্ক্যান করে অফলাইনে খুব সহজেই আধার নম্বর ভেরিফিকেশন করা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সুরক্ষার কারণে ইউআইডিএআই অনুমোদিত (লাইসেন্স প্রাপ্ত) কেন্দ্রগুলি ছাড়া অন্যান্য সাইবার ক্যাফে অথবা কিয়স্ক-এ ব্যবহৃত পাবলিক কম্পিউটার থেকে ই-আধার ডাউনলোড করতে নিষেধ করা হয়েছে। বিশেষ প্রয়োজনে তা করলেও ব্যবহারের পর ওই কম্পিউটার সিস্টেম থেকে ই-আধারের সমস্ত তথ্য মুছে ফেলতে অনুরোধ করা হয়েছে।
এছাড়াও আধার সংক্রান্ত বিষয়ে তথ্য সুরক্ষায় নানাবিধ উপায় অবলম্বন করা হয়েছে যা ভবিষ্যতে তথ্য চুরি ও অপব্যবহারের হাত থেকে সাধারণ মানুষকে বাঁচাবে বলেই মনে করা হচ্ছে।