তিয়াশা ভক্তাঃ সারা বিশ্ব জুড়েই তোলপাড়। কয়েক দিন খবরের শিরোনামে এবং সোশ্যাল মিডিয়ায় কর্মীদের কাজ হারানোর আশঙ্কা। আশঙ্কা সত্যি হল। আজ সকালেই অফিস বন্ধ থাকার খবর গেল টুইটারের (Twitter) কর্মী দের কাছে।
বেশ কিছুদিন ধরেই সমালোচনার শীর্ষে ট্যুইটার। ইলন মাস্কের ট্যুইটার অধিগ্রহণের পর পরই বেশ কিছু অবাক করা ঘটনা উঠে এলো সোশ্যাল মিডিয়ায়। চাকরি থেকে বাতিল হলেন সিইও পদে থাকা পরাগ আগরওয়াল, লিগাল এক্সিকিউটিভ বিজয়া গাড্ডে, চিফ ফিনন্সিয়াল অফিসার নেড সিগাল , জেনারেল কাউন্সেল সিন এজেট প্রমুখ উচ্চপদস্থ কর্মচারী। এবার কর্মচারী ছাঁটাইয়ের নোটিশ উঠে এলো অফিসিয়াল মেমোতে।
আজ বিকেল ৪ টে থেকে শুরু হবে কর্মচারী ছাঁটাই প্রক্রিয়া। যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সময়ে সকাল ৯টা। সূত্রে খবর বৃহস্পতিবার এই বিষয়ে মেইল পাঠানো হয়েছে ট্যুইট কর্মীদের। যেসব কর্মী চাকরি হারাচ্ছেন তাদের কাছে মেইল পৌঁছাবে। এমনকি যাদের চাকরি থাকছে তারাও মেইল পাবে অফিস মারফৎ।
কর্তৃপক্ষের দাবি ট্যুইটারকে সঠিক পথে চালনা করার লক্ষ্যেই এই পদক্ষেপ। এর জন্য কর্মী সংখ্যা কমানোর আরও কঠিন পথে হয়তো হাঁটতে হবে। প্রায় এক তৃতীয়াংশ অর্থাৎ প্রায় ৩৭০০ কর্মী ছাঁটাই হবে বলে জানা গেছে সূত্র মারফৎ। কেড়ে নেওয়া হবে তাদের ব্যাজ। গ্রাহক ডেটার নিরাপত্তার জন্য কিছুদিন বন্ধ থাকবে বেশ কয়েক ট্যুইটার অফিস।
প্রসঙ্গত, ইতিমধ্যে বেশকিছু অফিস বন্ধ হয়েছে। যার জন্য সমস্যার মুখে সারা বিশ্ববাসী। টুইটার লগ ইন করা যাচ্ছে না বলে অভিযোগ উঠে এসেছে নেটিজেনদের মধ্যে থেকে।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।