মৌপিয়া মাইতি: মানুষ সমাজবদ্ধ জীব। তাই সমাজের চোখে সবার সমমর্যাদা পাওয়া উচিত। কিন্তু যে কোনও কারনেই হোক আজও তৃতীয় লিঙ্গের(Transgender) মানুষদের সমাজের কিছু অংশ বাঁকা চোখে দেখে। আশার কথা একটাই সরকারি স্তরে তাদের জন্য বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। এবার স্বাস্থ্যক্ষেত্রে বিশেষ পরিষেবা পেতে চলেছেন তাঁরা।
আয়ুষ্মান ভারত প্রকল্পে (পিএমজেএওয়াই) তৃতীয় লিঙ্গ মানুষদের ‘Ayushman Bharat TG Plus’ নামে একটি বিশেষ কার্ড দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে ৫০ টির ও বেশি স্বাস্থ্য পরিষেবা পাবেন তৃতীয় লিঙ্গ মানুষরা। কেন্দ্রের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের যৌথ উদ্যোগে এই পরিষেবা চালু হতে চলেছে।
উল্লেখ্য, এই প্রকল্পের মাধ্যমে পাওয়া যাবে এই সমস্ত বিশেষ সুবিধা –
• এই কার্ডটি থেকে তৃতীয় লিঙ্গের মানুষরা বিনামূল্যে কসমেটিক সার্জারির সুবিধা পাবে। সারা বিশ্বের মধ্যে ভারত সেই প্রথম দেশ যে তৃতীয় লিঙ্গের মানুষদের বিনামূল্যে কসমেটিক সার্জারির মত সুবিধা দেবে।
যাদের ট্রান্সজেন্ডার সার্টিফিকেট আছে তারা ৫ লক্ষ টাকার বীমার সুবিধা পাবে।
ভারতের যেকোনো রাজ্যে, যেকোনো অংশে আয়ুষ্মান ভারতের আওতায় থাকা হাসপাতালগুলিতে এই কার্ডটির সুযোগ সুবিধা নিতে পারবেন।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ