ওয়েব ডেস্কঃ যারা নিত্যদিন ট্রেনে যাতায়াত করেন তাদের জন্য কবে কোন ট্রেন বাতিল থাকবে তা আগে থেকে জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। শিয়ালদহ ডিভিশনে গার্ডার প্রতিস্থাপনের জন্য একদিন ট্রেন নিয়ন্ত্রিত করা হবে, এমনটাই জানিয়েছেন পূর্ব রেলওয়ের ডিভিশনাল ম্যানেজার। জানা গেছে ওইদিন আপ ডাউন মিলিয়ে ১৮ টি ট্রেন বাতিল (Train cancelled) করা হবে।
শিয়ালদহ ডিভিশনের দমদম-নৈহাটি শাখায় ব্রিজ নং ৫৬/টি-তে গার্ডার প্রতিস্থাপনের জন্য, ইছাপুর স্টেশনে আপ ও ডাউন উভয় লাইনে ১১ ঘণ্টা ৪৫ মিনিটের (শনিবার রাত্রি ১১টা থেকে রবিবার সকাল ১০.৪৫ মিনিট পর্যন্ত) ট্র্যাফিক ও পাওয়ার ব্লক-এর প্রয়োজন হবে।
এর ফলে, ২৭.১১.২০২২ তারিখে (রবিবার) এই সকল ট্রেন বাতিল থাকবে | Train cancelled
(১) শিয়ালদহ-ব্যারাকপুরঃ আপ – ৩১২১৩, ৩১২২১/ডাউন – ৩১২১৪, ৩১২২২।
(২) শিয়ালদহ-নৈহাটিঃ আপ – ৩১৪৭১,৩১৪১৫ /ডাউন – ৩১৪১৮, ৩১৪২০।
(৩) শিয়ালদহ-রানাঘাটঃ আপ – ৩১৬১৫, ৩১৬১৭/ ডাউন – ৩১৬১৪, ৩১৬১৬।
(৪) শিয়ালদহ-কল্যাণী সীমান্তঃ আপ – ৩১৩১১, ৩১৩১৭/ ডাউন – ৩১৩১৪, ৩১৩১৮।
(৫) শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি জংশনঃ আপ – ৩১৮১৩/ ডাউন – ৩১৮১৪।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।