সাগরিকা সাঁফুইঃ কোভিড-19 (Covid-19) মহামারী এখনও বিশ্বকে জর্জরিত করে রেখেছে, এরই মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে আর এক ভাইরাল সংক্রমণ ‘টমেটো ফ্লু’ (TomatoFlu) যা ‘হ্যান্ড, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ’ (HFMD) হিসাবে চিহ্নিত হয়েছে। এই ফ্লু ৬ মে দক্ষিণ ভারতের কেরালায় শিশুদের মধ্যে প্রথম শনাক্ত করা হয়।
এবার এই সংক্রামক রোগের হানা তামিলনাড়ু, হরিয়ানা এবং ওড়িশা সহ ভারতের আরও অন্যান্য রাজ্যে। মিডিয়া রিপোর্ট অনুসারে, দেশে এখন পর্যন্ত ৫ বছরের কম বয়সী শিশুদের মোট ১০০ টি কেস রিপোর্ট করা হয়েছে। উপরন্তু, ওড়িশার ভুবনেশ্বর আঞ্চলিক চিকিৎসা গবেষণা কেন্দ্রে ১ থেকে ৯ বছর বয়সী শিশুদের মধ্যে টমেটো ফ্লু’র ২৬ টি কেস রিপোর্ট করা হয়েছে।
শরীরে টমেটোর আকারে ফোস্কা থেকে এই ফ্লুর নাম হয়। টমেটো ফ্লুতে আক্রান্ত শিশুদের প্রাথমিক লক্ষনগুলি চিকুনগুনিয়ার মতই, যার মধ্যে দেহের বিভিন্ন অংশে লাল লাল ফোস্কা হওয়া সহ রয়েছে ধূম জ্বর,গলায় ব্যথা, র্যাশ ও চুলকানি, এবং জয়েন্টগুলিতে তীব্র ব্যাথা।
লক্ষনগুলি দেখা দিলে অন্য বাচ্চাদের সঙ্গে মেলামেশা থেকে বিরত রাখুন । বাচ্চার ব্যবহৃত জিনিসপত্র স্যানিটাইজ করুন। বাচ্চা কোনোভাবেই যাতে ডিহাইড্রেট না হয় সেদিকে লক্ষ্য রাখুন। শরীরে জলের মাত্রা ঠিক রাখার জন্য জল / দুধ বা ফলের রস যেটা বাচ্চা খেতে চায় তাই খাওয়ান। ত্বক পরিস্কার বা চান করানোর জন্য গরম জল ব্যবহার করুন।
মনে রাখবেন, টমেটো ফ্লু একটি সংক্রামক রোগ তবে এটি প্রানঘাতী নয়। কোনোভাবেই নিজেরা চিকিৎসা করবেন না। লক্ষণ দেখা দিলে হাসপাতালে যান বা ডাক্তারের পরামর্শ নিন বর্তমানে এই রোগের চিকিৎসার জন্য বাজারে কোন সঠিক ওষুধ ও ভ্যাকসিন নেই। তবে কেন্দ্র এ বিষয়ে যথেষ্ট তৎপর এবং এই ভাইরাস নিয়ে একটি নির্দিষ্ট পরামর্শও জারি করেছে।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ