তিয়াশা ভক্তাঃ অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলার ঐতিহাসিক তিরুপতি মন্দির ভারত বিখ্যাত। সেই মন্দিরের সম্পত্তি বিনিয়োগের (Tirupati Temple Trust) অপপ্রচার নিয়ে বেশ কিছুদিন ধরে চলছে সমালোচনার ঝড়। আজ সেই সমালোচনার সমাধায় এলো তিরুমালা তিরুপতি দেবস্থানামস (TTD)। সেখানেই উঠে এলো মন্দিরের সম্পত্তির খতিয়ান।
কিছুদিন আগেই তিরুপতি মন্দিরের ট্রাস্ট বোর্ড ও কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি অভিযোগ ওঠে। সেখানে দাবি করে মন্দিরের উদ্বৃত্ত তহবিল রাজ্য সরকারের সিকিউরিটিতে বিনিয়োগ করা হচ্ছে। সেই দাবিকে অস্বীকার করে ভক্তদের উদ্দেশ্যে কর্তৃপক্ষ জানায় যে সমস্ত সম্পত্তি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে নিরাপদে গচ্ছিত রাখা আছে।
সেই সঙ্গে মোট সম্পত্তির একটি সাদা কাগজ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। যেখানে উল্লেখ রয়েছে যে মন্দিরের মোট সোনা রয়েছে ১০.৩ টন এবং নগদ রয়েছে ১৫৯৩৮কোটি টাকা। টিটিডি এর এক্সিকিউটিভ অফিসার এভি ধর্ম রেড্ডি জানিয়েছেন মন্দিরের মোট সম্পত্তি ২.২৬ লক্ষ কোটি টাকা। ২০১৯ সালে মন্দিরের নগদ টাকা বিভিন্ন ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা হয়। সেখানে তার মূল্য ছিল ১৩০২৫ কোটি টাকা। যার বর্তমান হিসেব ১৫৯৩৮কোটি টাকা। ২০১৯ সাল থেকে মন্দিরের যে সোনা ব্যাংকে রয়েছে তার অর্থমূল্য ৭৩৩৯.৭৪ কোটি টাকা। শেষ ৩ বছরে সেই সোনার পরিমাণ বেড়েছে ২.৯ টন।
সূত্রে খবর টিটিডি -র নিয়ম অনুযায়ী H1 সুদের হারে সম্পত্তি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে বিনিয়োগ করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে সম্পত্তির সমস্ত বিনিয়োগ পদ্ধতি স্বচ্ছ ভাবেই হচ্ছে ২০১৯ সালে যেমন ছিল তার থেকেও মজবুত হয়েছে বিনিয়োগ নীতি। তাই কোনো রকম অপপ্রচারের নিরীখে কেউ যেন তাদের প্রতি বিশ্বাস না হারায়।