বরুণ মুখোপাধ্যায়: এবার বিশ্বমানের রেল স্টেশন এর মর্যাদা পেতে চলেছে অন্ধ্রপ্রদেশের তিরুপতি রেল স্টেশন। পুরনো স্টেশনকে বদলে ফেলে নতুন রূপে সাজিয়ে তোলার কাজ চলছে দ্রুত গতিতে।
আরও পড়ুন –
- রামকৃষ্ণ মিশনে শিক্ষক ও শিক্ষাকর্মী পদে নিয়োগ
- ভারতীয় রেলে মোট ৯২৪৮ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ
- চাকরি খুঁজছেন? এখনই আবেদন করুন
খোলা বিশ্রামাগার, প্রাকৃতিক আলো ও হাওয়া চলাচলের যথাযথ ব্যবস্থা, উন্নত শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা-সহ এখানে পাওয়া যাবে একগুচ্ছ বিশ্বমানের সুবিধা। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজেই টুইট করে এই খবর জানিয়েছেন।
সূত্র মারফত জানা গেছে যে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি মডেলে স্টেশন পুনর্নির্মাণের কাজ আরম্ভ হয় ২০১৯ সালের সেপ্টেম্বর মাস নাগাদ এবং ২০২৩ সালের মধ্যে কাজ সম্পূর্ণ করার কথা ঘোষণা করা হয়। যদিও করোনা পরিস্থিতির কারণে মাঝপথে কিছুটা সময় কাজ বন্ধ রাখা হয়েছিল ।
প্রসঙ্গত, এই তিরুপতি স্টেশনে নেমে তিরুমালার শ্রী ভেঙ্কটেশ্বর মন্দির দর্শনে ভারতবর্ষ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতি বছর লক্ষাধিক মানুষ আসেন, তাই তাদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এয়ারপোর্ট মডেলে তৈরি করা হবে এই স্টেশনটিকে।
প্রস্তাবিত স্টেশনের ছবি আপনার চোখে কেমনভাবে ধরা পড়েছে জানান নীচের কমেন্ট সেকশনে।