ওয়েব ডেস্কঃ কথায় আছে-ক্যান্সার এর নেই কোনও আনসার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে ২০২০ সালে সারা বিশ্বে ক্যান্সার এর কারণে মারা গেছেন প্রায় ১ কোটি মানুষ। অর্থাৎ প্রতি ৬ টি মৃত্যুর মধ্যে ১ জন ক্যান্সার আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। তবে এই তথ্যের মধ্যে একটু আশার আলো দেখাল দেশীয় সংস্থা ‘সিরাম ইন্সটিটিউট’ (Serum Institute)।
আর কয়েক মাসের মধ্যেই সারভিক্যাল ক্যান্সারের টিকা (cervical cancer vaccine) বাজারে আসতে চলেছে, সাংবাদিক সম্মেলনে আজ এমনটাই জানিয়েছেন ‘সিরাম ইন্সটিটিউট এর কর্ণধার আদর পুনাওয়ালা। টিকার দাম কত হতে পারে তা এখনও ঠিক হয়নি। তবে সংস্থা সূত্রে খবর, টিকার মূল্য ২০০ থেকে ৪০০ টাকার মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। জানা গেছে, ২ বছরে প্রায় ২০০ মিলিয়ন টিকা তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। শুরুতে কেবলমাত্র ভারতের জন্যই টিকা তৈরির বন্দোবস্ত করা হয়েছে। পরবর্তীতে সংস্থার তরফে অন্যান্য দেশে রপ্তানি করা হবে।
গ্লোবোকন এর রিপোর্ট অনুযায়ী, ভারতে ২০২০ অনুযায়ী ক্যান্সার আক্রান্তের সংখ্যা ২.৭ মিলিয়ন। প্রতি বছর আনুমানিক ১৩.৯ লক্ষ ভারতীয় ক্যান্সারে আক্রান্ত হন। ৭৫ বছর বয়সের আগেই প্রতি ৯ জন ভারতীয়র মধ্যে ১ জন ক্যান্সারে আক্রান্ত হন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ক্যান্সার প্রতিরোধী ব্যবস্থা নেওয়া গেলে অনেক ক্ষেত্রেই ৩০ – ৫০% পর্যন্ত ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। ক্যান্সার প্রতিরোধে নেওয়া যেতে পারে এই সকল ব্যবস্থা – টোব্যাকোর ব্যবহার বন্ধ করা, ওজোন নিয়ন্ত্রণে রাখা, ফল ও শাক সবজি সহ পুষ্টিকর খাবার খাওয়া, নিয়মিত শারীরিক কসরত করা, অ্যালকোহল বর্জন এবং সূর্যের অতিবেগুনী রশ্মি থেকে শরীর কে সুরক্ষিত রাখা। শারীরিক অসুস্থতায় নিজে চিকিৎসা না করে ডাক্তারি পরামর্শ নেওয়া আবশ্যিক কর্তব্য।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ