সন্তু সামন্তঃ আজ থেকে শুরু হল প্রাইমারি টেট এর ফর্ম ফিল আপ। অপরদিকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা চলছে আদালতে। আর এরই মাঝে রাজ্যের ৫৯৬ টি ডি.এল.এড কলেজের প্রিন্সিপালদের নিয়ে বৈঠকের ডাক দিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ।
আগামী ১৮ অক্টোবর, বেলা ১ টায় ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারের অডিটোরিয়াম হল এ কলেজের হেড / প্রিন্সিপাল দের উপস্থিত থাকার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে পর্ষদ। সাম্প্রতিক অতীতে একসঙ্গে সব বেসরকারি কলেজ এর প্রধানদের নিয়ে বৈঠক এর নজির নেই। বিজ্ঞপ্তিতে কি নিয়ে মিটিং ডাকা হয়েছে তাও জানিয়ে দেওয়া হয়েছে।
জানা গেছে, মিটিং এ রেজিস্ট্রেশান, ছাত্র ভর্তি সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বিজ্ঞপ্তি অনুযায়ী মিটিং এর অ্যাজেন্ডা রাখা হয়েছে এই ৫ টি –
- Registration of students for the Session, 2021-2023 —— consideration of.
- Admission related problems of the students for the Session, 2022-2024 ———— —- consideration of.
- Regularisation of the D.El.Ed Course —- consideration of.
- Problems in the functioning of D.El.Ed Institutions ——- discussion of.
- Any other matter with the permission of the Chair
d.el.ed principal meeting| TET 2022| primary school teacher|
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ