সঞ্জয় বৈরাগীঃ দীর্ঘ জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে টুইটারকে কিনে নিলেন টেসলা সিইও ইলন মাস্ক (Elon Musk)। কিছুদিন পূর্বেই তিনি টুইটার কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রমাণনষ্ট ও জালিয়াতির অভিযোগ তুলে এই চুক্তিটি থেকে বেরিয়ে আসার প্রচেষ্টা করেন। তবে, শেষপর্যন্ত এই বিষয়টি আদালতে পৌঁছালে সম্প্রতি মাস্ক জানান যে, তিনি পূর্ব ঘোষণা মতোই টুইটার কিনতে ইচ্ছুক। আর সেইমতোই এবার টুইটার কেনার চুক্তি সম্পন্ন করলেন ইলন মাস্ক।
জানাগেছে, টুইটারের সান ফ্রান্সিসকোর সদর দপ্তরে ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে এই চুক্তিটি সম্পাদিত হয়।আর এই চুক্তিটি সম্পাদন হবার সঙ্গে সঙ্গেই টুইটারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ পান ইলন মাস্ক।টুইটারের দায়িত্ব গ্রহণ সম্পূর্ণ হওয়ার পরই ইলন মাস্ক একটি ইঙ্গিত পূণ্য টুইট করে লেখেন “পাখিটি মুক্ত হয়েছে”।
সংবাদ মাধ্যম সংস্থার তথ্য অনুযায়ী, একটি টুইটের মাধ্যমে মাস্ক জানান, তিনি টুইটার কিনেছেন কারণ “এটি সভ্যতার ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ”তার কথায় সভ্যতার ভবিষ্যতের জন্য একটি সাধারণ ডিজিটাল টাউন স্কয়ার থাকা গুরুত্বপূর্ণ,যেখানে সহিংসতার পথ অবলম্বন না করে বিস্তৃত বিশ্বাসগুলি স্বাস্থ্যকর উপায়ে বিতর্ক করা যেতে পারে।
উল্লেখ্য, নিউ ইয়র্ক টাইমসের মতে চুক্তিটি সম্পূর্ণ হবার পরেই টুইটারের প্রাপ্তন সিইও পরাগ অগ্রবাল সহ শীর্ষ ১২ জন কর্মকর্তাদের বরখাস্ত করা হয়েছে।এছাড়াও জানা যাচ্ছে, চুক্তিটি সম্পন্ন হওয়ার সময় তাদেরকে অফিস থেকে বের করেও দেয়া হয়। তারা কেউই আর অফিসে ফিরবে না বলেও এই রিপোর্টে জানানো হয়েছে।
|Twitter| Elon Musk| Parag Agrawal | Tesla |