সুদীপ ঘোষঃ প্রজনন প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রকৃতির বুকে ছাড়া হল ১০টি বিরল প্রজাতির শকুন। পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার (Alipurduar) জেলার বক্সা জাতীয় উদ্যানের (Buxa Tiger Reserve) রাজাভাতখাওয়া জঙ্গলের শকুন ব্রিডিং সেন্টার থেকে মুক্তি দেওয়া হয় বিরল এই প্রজাতির হোয়াইট ব্যাকড শকুনদের (white backed vulture)।
২০০৬সালে কেন্দ্র সরকারের বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি , জাতীয় উদ্যান অথোরিটি ও রাজ্যের বন দপ্তরের উদ্যোগে লুপ্তপ্রায় শকুনের সংরক্ষণ ও প্রজননের জন্য গড়ে তোলা হয় রাজাভাতখাওয়া ভালচার কনজারভেশন ব্রিডিং সেন্টার।
সফল প্রজনন ও শকুনের সংখ্যা যথেষ্ট ভাবে বৃদ্ধি পাওয়ার পরই ঐ জঙ্গলের ২২ মাইল ওয়াচ টাওয়ারের অ্যাভিয়ারি রিলিজ সেন্টার থেকে ট্রান্সমিটার লাগানো ১০টি শকুনকে মুক্তি দেওয়া হয়। যারা অনেকেই আসামের দিকেও উড়ে গেছে। এই দিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বক্সা টাইগার রিজার্ভ সেন্টারের অধিকর্তা অপূর্ব সেন সহ রাজ্য ও কেন্দ্র সরকারের বন দপ্তরের একাধিক কর্তা।