সুদীপ ঘোষঃ বাংলার তাঁত বাংলার ঐতিহ্য। এর খ্যাতি বিশ্বজুড়ে । বাংলার তাঁত শিল্প আরও একবার দেশের সেরার শিরোপা অর্জন করল। রাজ্যের বস্ত্রবয়ন শিল্পের সরকারি সংস্থা “তন্তুজ” (Tantuja) এবার জাতীয় পুরস্কার পেতে চলেছে। আগামী ৭ই আগস্ট জাতীয় হ্যান্ডলুম (National Handloom Day) দিবসে রাজ্যের প্রতিনিধিদের হাতে কেন্দ্রীয় সরকারের বস্ত্রবয়ন মন্ত্রকের তরফে এই সেরার পুরস্কার তুলে দেওয়া হবে। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকার সম্ভাবনা রয়েছেন , তিনি বর্তমানে দিল্লিতে রয়েছেন।
এই পুরস্কার পাওয়ার খবর আজ মুখ্যমন্ত্রী নিজের টুইটার হ্যান্ডেল পোস্ট করেন । শুধু “তন্তুজ” নয় , এর সাথে বাংলার মোট ৭জন তাঁত শিল্পী দিল্লিতে এই অনুষ্ঠানে সেরার শিরোপা পেতে চলেছেন। যার মধ্যে আছেন নদীয়ার ফুলিয়ার বিখ্যাত বীরেন বসাক ও জ্যোতিষ দেবনাথ। এনারা নিজেদের অসাধারণ নকশা ও আধুনিক তাঁতের শিল্পে শিল্পকলা ফুটিয়ে তোলার জন্য এই বিশেষ পুরস্কার পেতে চলেছেন। এই পুরস্কারের জন্য মুখ্যমন্ত্রী “তন্তুজ” এর সমস্ত কর্মী ও ঐ ৭জন তাঁত শিল্পীকে অভিনন্দন জানিয়েছেন।
বাংলার তাঁত শিল্প বাংলার গর্ব। নদীয়ার শান্তিপুর ও ফুলিয়া, সহ বাংলার বিভিন্ন স্থান তাঁত শিল্পের জন্য জগৎ বিখ্যাত। এর আগেও বার বার বাংলার তাঁত শিল্পীরা দেশে ও বিদেশে সম্মানিত হয়েছেন। এবার বাংলার তাঁত শিল্প দেশে আবার শ্রেষ্ঠত্বের শিরোপা পেল। এই বিশেষ সম্মানের খবরে খুশির যাওয়া বাংলা তাঁত শিল্প মহলে।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ