তিয়াশা ভক্তা: বাংলার অন্যতম সেরা উৎসব দুর্গাপুজো। সেই দুর্গাপুজোয় রাজ্যবাসীর জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে নতুন উপহার ‘হেমন্ত সেতু ‘ (টালা ব্রিজ / Tala Bridge)। আজ রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরেই সেই সেতুর শুভ উদ্বোধন।
কলকাতার বি.টি রোডের এই টালা ব্রিজের উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আজ বিকাল ৫ : ৩০ মিনিটে টালা রেল স্টেশন সংলগ্ন স্থানে। উদ্বোধনী মঞ্চে উপস্থিত থাকবেন মাননীয়া মুখ্যমন্ত্রীসহ রাজ্য সরকারের বিশিষ্ট মন্ত্রীবর্গ জনাব ফিরহাদ হাকিম, শ্রী পুলক রায়, ডঃ শশী পাঁজা, শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায়, শ্রী অতীন ঘোষ, শ্রী তরুণ সাহা।
আরও পড়ুন – কর্মী নিয়োগ করছে ইন্ডিয়া পোস্ট
প্রায় ২ বছরের অপেক্ষার অবসান ঘটবে । টালা ব্রিজের সূচনা হয়েছিল ১৯৬২ সালে। মাঝের হাটের ব্রিজের বিপর্যয়ই আতঙ্ক বাড়িয়েছিল সবার মধ্যে। সেই থেকেই সিদ্ধান্ত নেওয়া হয় টালা ব্রিজের পুনঃনির্মাণ করা হবে। ২০২০ সালের ৩১ জানুয়ারি থেকে শুরু হয় এই টালা ব্রিজের সংস্কারের কাজ। এর কারণে বেশ কিছু দিন উত্তর কলকাতার শহরবাসীকে যাতায়াতে সমস্যার সম্মুখীন হতে হয়। তবে তার দিন শেষ। অত্যাধুনিক প্রযুক্তিতে পুরোনো নকশা বদলে ৪ লেনের রাস্তা হলো নতুন টালা ব্রিজে।
সূত্রের খবর, টালা রেল স্টেশনের ওপর এই নবনির্মিত হেমন্ত সেতুর দৈর্ঘ্য ৭৪৩ মিটার এবং প্রস্থ প্রায় ২৪ মিটার। এই সেতুটির নির্মাণ কার্য শেষ করতে খরচ হয়েছে প্রায় ৪৬৮ কোটি টাকা।
খড়গপুর আইআইটির বিশেষজ্ঞদের দ্বারা বেশ কিছুদিন এই ব্রিজের ভার বহন ক্ষমতা পরীক্ষার পরই আজ তার উদ্বোধন হতে চলেছে। জানা যায়, এখন বেশ কিছুদিন ৮-১০ টনের বেশি যানবাহন চলাচল বন্ধ থাকবে সেই সেতুর ওপর। তবে ২৯ শে সেপ্টেম্বরের পর থেকেই সম্পূর্ণ স্বাভাবিক হবে যান চলাচল। এই সেতু উত্তর কলকাতার যান চলাচলকে করবে আরও গতিশীল। ফলে যানজট মুক্ত হবে এই যোগাযোগ ব্যবস্থা। পাশাপাশি উত্তর কলকাতার পুজো মন্ডপগুলিতেও দর্শনার্থীদের ভিড় বাড়বে এমনটাই আশা করছেন পুজো উদ্যোক্তরা।
Kolkata: Rebuilt at Rs 468 crore in two years, new Tala bridge to be thrown open today